Hare to Whatsapp
আমাদের লক্ষ্য উন্নত ত্রিপুরা গড়ে তোলা : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ৩, : রক্তদান মহৎ দান। রক্তের কোন জাত ও ধর্ম হয় না। মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে সর্বাগ্রে মানুষকেই এগিয়ে আসতে হবে। ২ এপ্রিল নজরুল কলাক্ষেত্রে ৯-বনমালীপুর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা এ কথা বলেন। রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, একজন রক্ত দিলে চারজন উপকৃত হন। আমাদের রাজ্যে ১২টি সরকারি এবং ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত না থাকলে রোগীদের সমস্যা হয়। গত বিধানসভা নির্বাচনের সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয়। রক্তের এই স্বল্পতা দূর করতে জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে আজ রাজ্যে সর্বত্র রক্তদান হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জন্যেই মানুষ। মানুষই মানুষের জন্য
কাজ করে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা বলেন, এই সরকার জনগণের সরকার। সবাইকে নিয়ে চলাই এই সরকারের লক্ষ্য। সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় এগিয়ে চলেছে। সরকার এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে কাজ করছে। আমাদের লক্ষ্য উন্নত ত্রিপুরা গড়ে তোলা। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বিজ্ঞান অনেক কিছু সৃষ্টি করেছে। কিন্তু রক্তের বিকল্প তৈরী করতে পারেনি। রক্তের চাহিদা ও যোগদানের মধ্যে ফারাক দূর করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ চন্দ্র দাস ও সমাজসেবী রাজীব ভট্টাচার্য। স্বাগত ভাষণদেন ৯-বনমালীপুর মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল, কর্পোরেটরগণ, বিজেপি সদর জেলা কমিটির (আরবান) সভাপতি অসীম ভট্টাচার্য, সমাজসেবী চন্দ্রশেখর দেব প্রমুখ। শিবিরে মোট ১২৯ জন রক্তদান করেন।