Hare to Whatsapp
জি-২০ প্রতিনিধি দল আগরতলায়
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ৩, : জি-২০ বিজ্ঞান সন্মেলনে যোগ দিতে নতুন দিল্লি থেকে এই প্রতিনিধিদল ২ এপ্রিল দুপুরে এক বিশেষ বিমানে আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী ও অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য দপ্তরের পদস্থ আধিকারিকগণ। এমবিবি বিমানবন্দরে প্রতিনিধি দলটিকে রাজ্যের ঐতিহ্যময় নৃত্যের ছন্দে ও ঢাকের তালে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, আগামীকাল ও ৪ এপ্রিল আগরতলায় দু দিনের জি-২০ বিজ্ঞান সন্মেলন অনুষ্ঠিত হবে। এই সন্মেলনের মূল থিম হচ্ছে ‘ক্লিন এনার্জি ফর গ্রীনার ফিউচার’ অর্থাৎ ‘সবুজতর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন বিদ্যুৎ'। প্রতিনিধিদলটি আগামীকাল হাঁপানিয়াস্থিত ইন্টারন্যাশানাল ইন্ডোর এক্সিবিশন সেন্টারে এই সন্মেলনে অংশ নেবেন।
এদিকে ২ এপ্রিল সন্ধ্যায় জি-২০ বিজ্ঞান সন্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিদলটি আগরতলার লিচুবাগানে এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রতিনিধিদলটি ওয়ার মেমোরিয়ালে পুষ্পার্ঘ আর্পন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। আগরতলা পুর পরিষদের কমিশনার ডা. শৈলেশ যাদব প্রতিনিধিদলটিকে আগরতলা শহর ও এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালের ইতিহাস সম্পর্কে আবহিত করেন। পরে প্রতিনিধিদলটি পার্কে নাগেশ্বর গাছের চারা রোপন করেন। এরপর প্রতিনিধিদলটি কুমারীটিলা লেক ও পার্কের লাইট এন্ড সাউন্ড পরিদর্শন করেন। কুমারীটিলা পার্ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্ৰা৷