সুখ, শান্তি ও সম্প্রীতির জন্য গড়িয়া পূজা করা হয় : রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১৪, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ১৩ এপ্রিল কিল্লার পবিত্ররাম বাড়িতে গড়িয়া পূজা ও উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ৭ দিন ধরে বাবা গড়িয়ার পূজা করা হয়। সুখ, শান্তি ও সম্প্রীতির জন্য এই পূজা করেন এই রাজ্যের জনজাতি গোষ্ঠীর লোকজন। যদিও গড়িয়া উৎসবে আজ জাতি জনজাতি সকল অংশের মানুষের ভক্তিপূর্ণ অংশগ্রহণে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের জনজাতির বিকাশে অভূতপূর্ব কাজ করা হচ্ছে। জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি তাদের সার্বিক বিকাশে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কাজ করে চলেছে। অনুষ্ঠানে রাজ্যপাল জমাতিয়া হদার একটি স্মরণিকারও আবরণ উন্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে সমগ্র রাজ্যে প্রতিটি মানুষকে মৌলিক সুবিধাগুলি প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, হরিদ্বার শিবদয়াল আশ্রম থেকে আগত স্বামী শরদপুরি মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হুদা অ্যাডভাইজর দাতামোহন জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিল্লা ব্লক বি.এ.সি. চেয়ারম্যান বাগানহরি মলসম, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ জমাতিয়া হদা গোষ্ঠীর বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিগণ মেলা উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টলগুলিও পরিদর্শন করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.