Hare to Whatsapp
স্বাস্থ্যবিজ্ঞান উন্নত হওয়ায় ডায়াবেটিস রোগের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে : মুখ্যমন্ত্ৰী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ২৬, : ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। তাই এই রোগ থেকে বাঁচতে হলে জনসচেতনতা আরও বাড়াতে হবে। পাশাপাশি মানুষের জীবনশৈলির পরিবর্তন করাও অত্যন্ত প্রয়োজন। ২৫ মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নর্থ-ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের প্রথম বার্ষিক সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। দুইদিনব্যাপী এই সভার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ যার সঠিক চিকিৎসা প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্যবিজ্ঞান উন্নত হওয়ায় এই রোগের প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে। বিজ্ঞানের উন্নতির মাধ্যমেই মানুষকে ডায়াবেটিস রোগ থেকে রক্ষার নানা পদ্ধতি আবিস্কৃত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ডায়াবেটিস এমন একটি রোগ যা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গকে অকেজো করে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগের উপসর্গগুলো সম্পর্কে সকলকেই সচেতন থাকতে হবে। দু:চিন্তামুক্ত জীবন গড়ে তোলার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, যোগ ব্যায়াম, হাঁটাচলা করার উপর মানুষকে গুরুত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডায়াবেটিস সংক্রান্ত রোগের চিকিৎসা পরিষেবা প্রদানে গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজের অন্তিম ব্যক্তির নিকট স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই সরকারের অন্যতম লক্ষ্য। ডায়াবেটিস রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত এই কনফারেন্সের মাধ্যমে রাজ্যের চিকিৎসকদের জ্ঞানের ব্যাপ্তি বাড়বে এবং তাতে রাজ্যের জনগণ উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে স্বাস্থ্য দপ্তরের সচিব ডা. দেবাশিষ বসু বলেন, স্বাস্থ্য দপ্তর ডায়াবেটিস রোগের চিকিৎসা প্রদানে দায়বদ্ধভাবে কাজ করছে। রাজ্যের প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে পরিণত করার কাজ চলছে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডায়াবেটিস সহ বিভিন্ন ধরণের রোগের ৫৬টি ঔষধ প্রদানের ব্যবস্থাও রয়েছে।
অনুষ্ঠানে গৌহাটিস্থিত নর্থ-ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটির বরিষ্ঠ সদস্য ডা. প্রণব কুমার বিশ্বাস বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উত্তর-পূর্বাঞ্চলের জনগণকে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য নিয়েই ১৯৯৫ সালে নর্থ-ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি গঠন করা হয়। জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি এই সংস্থাটি ডায়াবেটিস রোগ সংক্রান্ত কর্মশালারও আয়োজন করে থাকে। অনুষ্ঠানে এছাড়াও ডা. মুকুট রায়, ডা. প্রদীপ ভৌমিক এবং ডা. মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানমঞ্চে নর্থ-ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের পাঁচজন বরিষ্ঠ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাস্বরূপ তাদের হাতে স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী।