Hare to Whatsapp
রক্তদান হচ্ছে মহৎ দান : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ২৩, : রক্তদান করে একজন রক্তদাতা অন্যের জীবন রক্ষা করতে পারে। রক্তদানের কোন বিকল্প নেই। রক্তদান হচ্ছে মহৎ দান। ২২ মার্চ ঊনকোটি কলাক্ষেত্রে কৈলাসহর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন। এই রক্তদান শিবিরে ১২৪ জন রক্তদান করেন। ক্রীড়ামন্ত্রী রক্তের চাহিদা ও যোগানের সমতা বজায় রাখতে সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, ঊনকোটি জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারি সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার, গৌরনগর ও চন্ডীপুর ব্লকের বিডিওগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। কৈলাসহরের লায়ন্স ক্লাব, ভেনাস ক্লাব, স্কাইলার্ক ক্লাব ও কৈলাসহর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যগণও এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।