Hare to Whatsapp
সমস্ত দানের মধ্যে রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ২০, : সমস্ত দানের মধ্যে রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান। রক্তের কোন বিকল্প নেই। রক্তের কোন জাত বা ধর্ম হয় না। ১৯ মার্চ বিশালগড় মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ও বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দিয়েছিল। এই ঘাটতি পূরণে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনও রক্তদানে এগিয়ে এসেছে। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্সগণ এ রাজ্যের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তাদের এই ভূমিকা প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা ও বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্য সদস্যগণ মুখমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সন্দীপ আর রাঠোর, যুগ্ম সচিব ড. সমিত রায় চৌধুরী, সমাজসেবী নবাদল বণিক প্রমুখ। রক্তদান শিবিরে মোট ১০২ জন রক্তদান করেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে রক্তদান শিবির পরিদর্শন করেন ও রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন।