Hare to Whatsapp
ছাত্রছাত্রীদের মধ্যে দেশের স্বার্থে কাজ করার মানসিকতা থাকা দরকার : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ১৬, : ছাত্রছাত্রীদের মধ্যে দেশের স্বার্থে কাজ করার মানসিকতা থাকা দরকার। তাছাড়াও ছাত্রছাত্রীদের বিনয়ী হতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে। ছাত্রজীবন থেকেই এই মানসিকতা গড়ে তুলতে হবে। এটাই ছাত্রজীবনের মূল লক্ষ্য হওয়া উচিৎ। তাহলেই মানব জীবনে সার্থকতা আসবে। ১৫ মার্চ সচিবালয়ে ২নং কনফারেন্স হলে মাদ্রাজ আইআইটি সহ তামিলনাডুর বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য একথা বলেন। ছাত্রছাত্রীদের সাথে মুখ্যমন্ত্রীর মতবিনিময়ের সময় তামিলনাডুর বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীরা, ত্রিপুরা এনআইটি'র ডিন ড. আর এস পানুয়া, প্রফেসর (ড.) আর এন রাই, এনআইটি আগরতলার অধিকর্তা প্রফেসর হরিশ কুমার শর্মা সহ মাদ্রাজ আইআইটি-র অধ্যাপক ও অধ্যাপিকাগণ উপস্থিত ছিলেন। সভায় মুখ্যমন্ত্রীর ও এস ডি পরমানন্দ সরকার ব্যানার্জীও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আরও বলেন, ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশ গড়ার মূল কারিগড়। আগামী দিনে আজকের ছাত্রছাত্রীরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ্য করে বলেন, ভবিষ্যতে জ্ঞানের দ্বারাই এই পৃথিবী পরিচালিত হবে। ছাত্রছাত্রীদের মধ্যে সেই জ্ঞান আহরণের মানসিকতা থাকতে হবে। আজকের এই ছাত্রছাত্রীরাই দেশের মূল চালিকা শক্তি। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি মানুষকে রাজনৈতিক বন্ধনে আবদ্ধ করার প্রচেষ্টা হতো। এখন সেই অবস্থার অবসান হয়েছে। মানুষ তার নিজস্বতা খুঁজে পেয়েছে। স্বাধীন চিত্ত বিরাজ করছে প্রত্যেকটি মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের লক্ষ্যে স্থির থেকে একাগ্র মনে এগিয়ে যেতে আহ্বান জানান।
মতবিনিময়ের সময় ছাত্রছাত্রীরা তাদের রাজ্যের নিজস্ব সংস্কৃতি, ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি-সংস্কৃতি, পর্যটন ব্যবস্থা, ভারতবর্ষে বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর সামনে আলোচনা করেন। তাদের মতবিনিময়ে ত্রিপুরেশ্বরী মন্দির, রাজ্যের লোক সংস্কৃতি ও লোকনৃত্য ধামাইলের কথাও উঠে আসে।