Hare to Whatsapp
ফের হেনস্থার শিকার সাংবাদিক, ঘটনার তীব্র নিন্দা জানালো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসো ও গোমতী জেলা প্রেসক্লাব
By Our Correspondent
আগরতলা, মার্চ ৩০, : গোমতী জেলা সদর উদয়পুরে আরক্ষা কর্মীদের দ্বারা দৈহিক হেনস্থার শিকার UNI এর জেলা সাংবাদিক কিরন ভৌমিক। রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্বে থাকা অবস্থায় উদয়পুর রাজারবাগে আরক্ষা কর্মীরা সাংবাদিক কিরন ভৌমিকে আটকিয়ে দৈহিক নির্যাতনের চেষ্টা করে। সাংবাদিকের পরিচয় পত্র দেখানোর পরও আরক্ষা কর্মীরা তাকে টানা হেচড়া করতে থাকে এবং তার হাতে আঘাত করে। কিরন ভৌমিক তখন ফোনে সমগ্র বিষয়টি গোমতী জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে কর্তব্যরত আরক্ষা কর্মীরা কিরন ভৌমিকের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। অসহায় নিরাপত্তাহীন সাংবাদিক কিরন ভৌমিক প্রাথমিক চিকিৎসার পর বাইসাইকেল চালিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে গিয়ে সমস্ত বিষয়টি জানায়। মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় কিরন ভৌমিক তার মোবাইল ফোনটি ফিরে পায়। মহকুমা পুলিশ আধিকারিক দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। খবর পেয়ে রাতেই ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন গোমতী জেলার উদয়পুর বিভাগের প্রতিনিধিরা সাংবাদিক কিরন ভৌমিকের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সাংবাদিক নিগ্রহের বিষয়টি উদ্ধতর্ন কর্তৃপক্ষের গোচরে আনেন। লক ডাউন পরিস্থিতিতে রাজ্যের সাংবাদিকরা যখন নিজেদের এবং পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তখন কিছু অতি উৎসাহি আরক্ষা কর্মীদের দ্বারা কর্তব্যরত সাংবাদিক কিরন ভৌমিককে দৈহিক হেনস্থা ও নির্যাতন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন গোমতী জেলা কমিটির, উদয়পুর বিভাগীয় কমিটির ও গোমতী জেলা প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যারা । ঘটনার সাথে জড়িত আরক্ষা কর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের এবং রাজ্যে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন গোমতী জেলা কমিটি, উদয়পুর বিভাগীয় কমিটি ও গোমতী জেলা প্রেসক্লাব।