Hare to Whatsapp
সংস্কৃতি-কলা-শিল্প ক্ষেত্রে দেশের অগ্রণী রাজ্য হিসেবে ত্রিপুরা নিজেকে তুলে ধরতে চায় : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ১৬, : সংস্কৃতি-কলা-শিল্প ক্ষেত্রে দেশের অগ্রণী রাজ্য হিসেবে ত্রিপুরা নিজেকে তুলে ধরতে চায়। এখানে প্রতিভাবান শিল্পীর অভাব নেই। তাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ১৫ মার্চ বিকেলে নজরুল কলাক্ষেত্রে ন্যাশনাল উড কার্ভিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন। ক্যাম্পের উদ্বোধন করেন ললিত কলা একাডেমির চেয়ারম্যান ভি নাগদাশ। এই ক্যাম্পে রাজ্য ও দেশের ৫০ জন শিল্পী অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বলেন, বর্তমান যুগের ছেলেমেয়েদের প্রতিভা যাতে বিকশিত হতে পারে সেজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে। রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে খুবই ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে। ত্রিপুরা যাতে বিভিন্ন ক্ষেত্রে একটি আত্মনির্ভর রাজ্য হিসেবে বিকশিত হতে পারে সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। তিনি বলেন, এই রাজ্যে সংস্কৃতি এবং কলাক্ষেত্রে প্রতিভাবান শিল্পীর অভাব নেই। তারা যাতে আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন সেই দিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে। বিশেষত উড কার্ভিংয়ের ক্ষেত্রে বর্তমান যুগে অনেক উন্নত যন্ত্রপাতি এসে যাওয়ায় প্রতিভাবান শিল্পীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকটি সুনিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই ক্যাম্পে সমগ্র দেশ থেকেই বিশেষজ্ঞরা অংশ নেওয়ায় রাজ্যের ছেলেমেয়েরা উপকৃত হবেন। সাহিত্য, কলা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যুব সম্প্রদায় যত বেশি এগিয়ে যাবে ততই তারা উপকৃত হবে। রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ললিত কলা একাডেমির চেয়ারম্যান ভি নাগদাশ বলেন, আমাদের দেশ ভারতবর্ষ এখন কালচারাল হাবে পরিণত হয়েছে। এই দেশ গঠনে শিল্পীদেরও একটা বড় ভূমিকা রয়েছে। সংস্কৃতি কলার ক্ষেত্রে এই দেশের তরুণ তরুণীদের আরও উৎসাহিত করতে হবে। তিনি বলেন, ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে যত বেশি কাজ করা যাবে ততই আমাদের এই দেশ সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, শিল্প ও সংস্কৃতিকে বাদ দিয়ে এখন কিছু ভাবা যায় না। এই ক্ষেত্রের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ললিত কলা একাডেমি গত পাঁচ বছরে রাজ্যে অনেক ভালো কাজ করেছে। তাদের এই ভূমিকা অব্যাহত রাখতে হবে।
ইজেডসিসির প্রাক্তন অধিকর্তা গৌরী বসু বলেন, ত্রিপুরার শিল্পীরা যাতে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই ক্যাম্পে সারা দেশ থেকেই অনেক নামীদামী শিল্পীরা এসেছেন। তাদের সঙ্গে কাজ করে এখানকার তরুণ শিল্পীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবেন।
অনুষ্ঠানে গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটের প্রিন্সিপাল অভিজিৎ ভট্ট াচার্য বলেন, আর্ট কলেজের ৩০ জন ছাত্রছাত্রী আগামী কয়েকদিন দেশের নামীদামী শিল্পীদের সঙ্গে কাজ করতে পারবেন। এতে যে এই রাজ্যের শিল্পীরা উপকৃত হবেন এই বিষয়ে কোনও সন্দেহ নেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ললিত কলা একাডেমির সদস্য সুমন মজুমদার বলেন, এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য সমগ্র দেশ থেকে ২০ জন শিল্পী এখানে এসেছেন। এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য সমগ্র দেশ থেকে যে শিল্পীরা এসেছেন তাদের সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে এই ক্যাম্প ২২ মার্চ পর্যন্ত চলবে।