Hare to Whatsapp
ডা মানিক সাহার হাত ধরে ত্রিপুরায় শুরু হল দ্বিতীয় বিজেপি সরকার
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৮, : ডা মানিক সাহা এর নেতৃত্বে বিজেপির সেকেন্ড ইনিংস শুরু হল আজ থেকে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র সভাপতির উপস্থিতিতে মানিক সাহা সহ নয়জন মন্ত্রী আজ সকাল এগারটা নাগাদ স্বামী বিবেকানন্দ মাঠে শপথ গ্রহণ করেন। আসাম, মণিপুর, সিকিম, নাগালেন্ডের মুখ্যমন্ত্রীরা ছাড়াও বহু অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,কেন্দ্রীয় বিজেপি দল ডাঃ মানিক সাহাকে দ্বিতীয় বারের জন্য ত্রিপুরার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ডা মানিক সাহার কাছে এটি দ্বিতীয় বারের দায়িত্ব হলেও মূলতঃ এটিই হবে তার সরাসরি একটি পূর্ণ বিধানসভা ভোটে দাঁড়িয়ে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা।এর আগে তিনি রাজ্য বিজেপি সরকারের শেষ মুহূর্তে হাল ধরার জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ২০২২ সালে।বলা যায়- মাত্র দেড় বছর সময়ের জন্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।
হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পদ পাওয়ায়অনেকেই ডা মানিক সাহা পরিস্থিতি সামাল দিতে পারেন কিনা এনিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। অনেকেই বলেছেন মূলত তিনি একজন দন্ত চিকিৎসক মাত্র। এর আগে তিনি ত্রিপুরা মেডিক্যাল কলেজে দন্ত বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি কিছু দিনের জন্য বিজেপি দলের রাজ্য সভাপতিও ছিলেন। এক সময় দল এই ভদ্রলোককে রাজ্যসভার সাংসদও করেছিলেন। কিন্তু তখন দলের এক কঠিন পরিস্থিতির জন্য তাকে মুখ্যমন্ত্রী হতে হল। তখন অনেকেই ধরে নিয়েছিলেন যে, তিনি হবেন মাত্র রিমোট কন্ট্রোলে চলা একজন পুতুল মুখ্যমন্ত্রী। কিন্তু চিকিৎসকের পাশাপাশি একজন বেডমিন্টন খেলোয়াড় শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করে ছেড়েছেন যে সততার সাথে একবার শক্ত ও সঠিকভাবে ব্যাট ধরলে অনেক কঠিন কাজেও সফল হওয়া যায়।