Hare to Whatsapp
ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে ত্রিপুরার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বামফ্রন্ট ও কংগ্রেসের
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৮, : ত্রিপুরার বিজেপি’ সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস জোট। সরকারের মুখ্যসচিব ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ কংগ্রেস ও বামপন্থী দল সমূহের সম্পাদক ও বিধায়কদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন। এই আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যসচিবকে বামফ্রন্টের আব্বায়ক ধন্যবাদ জানান।
বামফ্রন্ট এর এক বিবৃতে বলা হয়েছে ভোটের ফল ঘোষণার দিন থেকে সারা ত্রিপুরার বুকে শাসক দলের দুর্বৃত্তদের মাধ্যমে পরিকল্পিত অভাবনীয় রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছে। তার প্রতিবাদে ক্ষোভের সাথে ত্রিপুরা বামফ্রন্ট এর পক্ষ থেকে এই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করার কথা বলা হয়েছে। নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে আবেদন জানানো হয়েছে দ্রুত রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে রাজ্যে শান্তি-সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে।