সাগর দত্ত মজুমদারের হাতে মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকার মঞ্জুরিপত্র তুলে দিলেন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ২৭, ২০২৪: ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় উত্তীর্ণ আগরতলার কৃষ্ণনগর নতুনপল্লীস্থিত সাগর দত্ত মজুমদারকে রাজ্য সরকারের লক্ষ্য-চিফ মিনিস্টার'স স্পেশাল স্কলারশিপ প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ২৬ ডিসেম্বর তার সরকারি বাসভবনে বৃত্তি প্রাপক ইউপিএসসি প্রত্যাশী সাগর দত্ত মজুমদারের হাতে ৫ লক্ষ টাকার মঞ্জুরিপত্র তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা,সহ উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকগণ। মুখ্যমন্ত্রী রাজ্যের কৃতি সন্তান সাগর দত্ত মজুমদারের এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে ইউপিএসসি প্রত্যাশীদের জন্য উচ্চশিক্ষা দপ্তর লক্ষ্য-চিফ মিনিস্টার'স স্পেশাল স্কলারশিপ প্রকল্পটি চালু করে। ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে যে সকল ইউপিএসসি প্রত্যাশী মেইন পরীক্ষায় বসবে এবং মেইন পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ পরীক্ষার্থীরা এককালীন ৫ লক্ষ টাকা বৃত্তি এবং দ্বিতীয় পর্যায়ে মেইন পরীক্ষার জন্য বৃত্তি হিসেবে ২০ হাজার টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।এই প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী ইউপিএসসি প্রত্যাশীদের অবশ্যই ত্রিপুরার বাসিন্দা এবং পরিবারের মোট বার্ষিক আয় ১০ লক্ষ টাকার নিচে হতে হবে। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের ৯ জন ইউপিএসসি প্রত্যাশী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এরমধ্যে তেলিয়ামুড়ার শতাব্দী মজুমদার আইএএস এবং বিশালগড়ের সৌরভ দাস আইআরএস হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.