Hare to Whatsapp
রাজ্যে শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৫, : রাজ্যে শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা সোনামুড়া মহকুমা সফরে আসেন। মহকুমার নেপকোস্থিত হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যের জাতি ও জনজাতি অংশের জনগণের চিরাচরিত শান্তি ও সম্প্রীতির ঐতিহ্য আমাদের সকলকে মিলে রক্ষা করতে হবে। তিনি উভয় অংশের জনগণকে পারস্পরিক শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সোনামুড়া মহকুমায় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন সিপাহীজলা জেলাশাসক ড. সন্দীপ আর রাঠোর, সিপাহীজলা জেলা পুলিশ সুপার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ।