Hare to Whatsapp
জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় শান্তিসভার আয়োজন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৫, : জিরানীয়ার অগ্নিবীণা হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় শান্তিসভা অনুষ্ঠিত হয়। জিরানীয়া মহকুমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই সভায় উপস্থিত ছিলেন বিগত মন্ত্রিসভার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী তথা ১০-মজলিশপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্র থেকে বিজয়ী সুশান্ত চৌধুরী, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত এসপি অবিনাশ রায়, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত জনগণ। সভার শুরুতে জিরানীয়া মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত বলেন, কিছু গুজবকে কেন্দ্র করে একটা অশান্তি বাধানোর চেষ্টা করা হচ্ছিলো। গুজব থেকে বিরত থেকে পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। সভায় মহকুমা শাসক জিরানীয়া মহকুমায় যাতে কোনও প্রকারে শান্তি বিনষ্ট না হয় তারজন্য সবার সহযোগিতা চেয়েছেন।
সভায় বিগত মন্ত্রিসভার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী তথা ১০-মজলিশপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্র থেকে বিজয়ী সুশান্ত চৌধুরী বলেন, জাতি জনজাতি মিলে শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে। ভারত হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যর এক দেশ। শান্তিই হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। যারা গুজব ছড়ায় তাদের থেকে সাবধান থাকতে তিনি আহ্বান জানান। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণও আলোচনা করেন এবং এলাকার শান্তি বজায় রাখতে সহমত পোষণ করেন। অতিরিক্ত এসপি অবিনাশ রায় জানান, গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিতকরণের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।