Hare to Whatsapp
রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ৪, :
রাজ্য থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি কাল প্রত্যাহার করা হয়েছে। মুখ্যনির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানিয়ে বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩-এর ফলাফল ঘোষণা হয়ে যাওয়ায় রাজ্য আদর্শ নির্বাচনী আচরণবিধি আজ থেকে তুলে নেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১’র ৭৩নং ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনের ২ মার্চ, ২০২৩-এ জারি করা বিজ্ঞপ্তি কাল ভারতের নির্বাচন কমিশনের প্রধান সচিব ও রাজ্যের মুখ্যনিৰ্বাচনী আধিকারিক কিরণ গিত্যে রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যর সাথে দেখা করে তাঁর হাতে তুলে দেন। বিজ্ঞপ্তিতে ত্রিপুরার সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ও দলীয় প্রতীক উল্লেখ রয়েছে।