Hare to Whatsapp
ভোট গণনা পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্ব আরোপ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মার্চ ২, : ভোট গণনা পরবর্তী সময়ে পশ্চিম ত্রিপুরা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের উদ্যোগে আজ জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের অফিস কক্ষে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলাশাসক শ্রী বর্ধন জানান, গণনা পরবর্তীতে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আজ সন্ধ্যা ৬টা থেকে ৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এক্ষেত্রে উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্রের বাইরে যেখানে রাজনৈতিক দলের সমর্থকরা মিলিত হবেন, বৈধ পরিচয়পত্র সহ পরীক্ষার্থী, পরীক্ষার কাজে নিযুক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ১৪৪ ধারার বাইরে থাকবেন। তিনি সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে এই আইন পালন করার জন্য অনুরোধ জানান। সভায় জেলাশাসক দেবপ্রিয় বর্ধন আরও বলেন, ভোটার হেল্পলাইন এখনও পূর্ণরূপে কার্যকর রয়েছে। তাই যে কোনও নাগরিক নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।
এছাড়াও সভায় পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ বলেন, গণনা কার্যে যেসকল কাউন্টিং এজেন্ট অংশগ্রহণ করবেন তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও কাউন্টিং এজেন্ট নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে সাথে সাথে স্থানীয় থানায় কিংবা জেলাস্তরের যে কোনও পুলিশ আধিকারিকের কাছে সাহায্য চাইতে পারেন। পুলিশ সুপার রাজনৈতিক দলের সদস্যদের কাছে উমাকান্ত স্কুলস্থিত ভোট গণনা কেন্দ্রের বাইরে সীমিত সংখ্যায় নিজ দলের সমর্থকদের জড়ো করার জন্য আহ্বান জানান। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ভোট গণনা পরবর্তী রাজ্যের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য বিভিন্ন পরামর্শ দেন। এদিকে আজ বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলায় শান্তি ও শৃঙ্খলা অটুট রাখতে এবং উমাকান্ত একাডেমির ভোটগণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার শংকর দেবনাথ, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকগণ ও বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকগণ উপস্থিত ছিলেন।