Share Whatsapp

ত্রিপুরার ভোট সমীক্ষা নিয়ে বিভ্রান্তি: বিরোধীদের অভিযোগ বিজেপি জাতীয় মিডিয়াকে অর্থ দিয়ে মিথ্যা সমীক্ষার প্রচার করিয়েছে

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ২৮, : সিপিএম, কংগ্রেস এবং তিপ্রমাথা নেতারা অভিযোগ করেছেন যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলের বিষয়ে গতকাল কিছু জাতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বিভ্রান্তিকর। তাদের মতে, পেইড সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় টিভি চ্যানেল গুলো। এই তিন বিরোধী রাজনৈতিক দলের প্রধানরা মনে করছেন, গণনার আগে দলের সমর্থকদের মনোবল ঠিক রাখতে টাকার বিনিময়ে বিজেপির দিল্লির নেতারা এই কাজ করেছেন। ত্রিপুরায় একটি টিভি চ্যানেল বাদে, বেশিরভাগ স্থানীয় মিডিয়া হাউস বলেছে যে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট সবচেয়ে বেশি আসন পাবে। অধিকাংশ স্থানীয় কেবল টিভি এবং মিডিয়া আউটলেট গুলির সমীক্ষা রিপোর্ট অনুসারে কংগ্রেস এবং বামফ্রন্ট জোট ক্ষমতায় আসতে পারে। স্থানীয় সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিজেপির আসন সংখ্যা তিপ্রা মাথার থেকে কম হবে। তবে বেশিরভাগ জাতীয় মিডিয়া বলেছে যে বিজেপি ৩০ থেকে ৪৫ আসনে জিততে পারে। কিন্তু নির্বাচনের আগে, তিপ্রা মথা প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য ইঙ্গিত দিয়েছিলেন যে ফলাফলের পরে তার দল কিংমেকার হবে। তবে, বিভিন্ন জাতীয় সংস্থার দ্বারা পরিচালিত এক্সিট পোল বলছে, বিজেপি একাই সরকার গঠন করছে। তবে বেশিরভাগ স্থানীয় মিডিয়া এটাও বলছে যে প্রদ্যোত মাণিক্য দেববর্মণ তিপ্রা মথা বিজেপির ক্ষমতা দখলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া দ্বারা পরিচালিত এক্সিট পোল দেখিয়েছে যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ৩৬ থেকে ৪৫টি আসন জিততে পারে। সেখানে বামেরা ৬ থেকে ১১টি আসন পেতে পারে। কংগ্রেস একটি আসনও পাবে না। আর তিপ্রা মথা পেতে পারে ৯-১৬টি আসন। সিপিএম সর্বোচ্চ ১১টি আসন পেতে পারে। জি নিউজ-ম্যাট্রিক্স দেখিয়েছে যে বিজেপি জোট ত্রিপুরায় ২৯ থেকে ৩৬ আসন জিততে পারে। অন্যদিকে, বামেরা ১৩ থেকে ২১টি আসন পেতে পারে। তিপ্রা মথা ১১ থেকে ১৬টি আসন পেতে পারে। তবে, তুলনামূলকভাবে, টাইমস নাউ এবং ইটিজি রিসার্চ দ্বারা পরিচালিত সমীক্ষায় দেখা গেছে যে বিজেপি ২১ থেকে ২৭ টি আসন জিততে পারে। সেখানে বামেরা ১৮ থেকে ২৪ টি আসন পেতে পারে। আর তিপ্রা মথা পেতে পারে ১২ থেকে ১৭টি আসন। ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল দেখিয়েছে তিপ্রা মথা প্রায় ২০ শতাংশ ভোট পাবে। উল্লেখ্য, তিপ্রা মথা ভোটের হারের দিক থেকে অন্যান্য দলের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অনেকেই বামফ্রন্টকে তৃতীয় স্থানে রেখেছেন। জাতীয় টিভি চ্যানেলের এক্সিট পোল এটাও বলেছে যে তিপ্রা মথা উপজাতি সংরক্ষিত আসনে বেশি ভোট পাবে। এক্সিট পেলে এমন ইঙ্গিতও দেয়া আছে যে তিপ্রা মথার ভোটের কারনে বিজেপি’র নয়, বামেদের পক্ষে বেশী আসন পেতে কঠিন হবে।

এক কথায় ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং জি নিউজ-ম্যাট্রিক্সের ভোট সমীক্ষা রিপোর্ট ত্রিপুরায় বিজেপির জন্য সহজ জয়ের পূর্বাভাস দিয়েছে, যেখানে টাইমস নাউ এবং ইটিজি রিসার্চের সমীক্ষা তা করেনি। তারাই একমাত্র সংস্থা যারা বলেছেন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকতে পারে। সেক্ষেত্রে তিপ্ৰা মথা কিং মেকার হতে পারে বলে তারা জানান। পক্ষান্তরে স্থানীয়দের সমীক্ষার রিপোর্ট অনুসারে কংগ্রেস ও বামফ্রন্টের জোট সরকার গঠন করবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.