Share Whatsapp

ভোটগণনার পর শান্তি বজায় রেখে আমাদের সমাজ ব্যবস্থা কতটা শান্তিপূর্ণ তা দেশের সামনে তুলা ধরা যাবে : মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ২৮, : গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ত্রিপুরাবাসীর আস্থা রয়েছে। এজন্যই রাজ্যে যে কোনও নির্বাচনেই নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বিধানসভা নির্বাচনেও প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিক অধিকার। এই অধিকারের প্রতি অসম্মান করা কারোরই উচিত নয়। আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ৩৭ ও ৩৯ নং বুধের বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় জনগণ সহ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীগণদের নিয়ে রাস্তারমাথা কমিউনিটি হলে আয়োজিত শান্তিসভার প্রধান অতিথির বক্তব্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা বলেন।

সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে বলেন, রাজ্যের ৩,৩৩৭টি বুথে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি শান্তিসভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রে কোনও নির্বাচনই শেষ নয়। প্রতি পাঁচ বছর অন্তর অন্তরই সুযোগ আসে। গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেজন্যই বিরোধী দলনেতাকে মন্ত্রিসভার সদস্যের মতোই সম্মান প্রদান করা হয়। তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর যে কোনও ব্যক্তি জরুরি প্রয়োজনে প্রশাসন কিংবা আরক্ষা বাহিনীর সহায়তা নিতে পারেন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কোনও মতেই সমীচিন নয়। তিনি শান্তিসভায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে রাস্তার পাশে এখনও যেসব ফ্ল্যাগ, বুথ অফিস, ব্যানার লাগানো আছে সেগুলি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে আরও বলেন, রাজ্যবাসী আমরা সকলেই শান্তির পক্ষে, অহিংসার পক্ষে। ফলাফল ঘোষণা হওয়ার পর শান্তি বজায় রাখার মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা কতটা শান্তিপূর্ণ তা দেশের সামনে তুলে ধরা যাবে। সভার শুরুতে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে সহ অন্যান্যরা বেলুন উড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেন। সভায় বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস স্বাগত বক্তব্য রাখেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.