Hare to Whatsapp

২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রতিটি পোলিং স্টেশনে শান্তিসভা অনুষ্ঠিত হবে : মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ২৬, : আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নির্বাচন দপ্তর দ্বারা রাজ্যের প্রতিটি পোলিং স্টেশনে ‘আমরা সকলে অহিংসার পক্ষে, আমরা শান্তির পক্ষে' শীর্ষক শান্তিসভা আয়োজন করা হবে। ২ মার্চ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর রাজ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত নাগরিক, বিষয় সম্পত্তি, সমস্ত ধরনের প্রতিষ্ঠানের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এই শান্তিসভার আয়োজন করা হবে। এতে সমাজের প্রত্যেকটি স্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে ২৫ ফেব্রুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে উৎসবের মেজাজে সম্পন্ন হয়েছে। ভোটদান করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচন শেষ হওয়ার পর কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ। গত ৫ দিনে রাজ্যের কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, রাজ্য গৌরবপূর্ণ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ সৌভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বসবাস করেন। দেশের সর্বত্র রাজ্যের অনন্য সুনাম রয়েছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন রাজ্যের এই গৌরবপূর্ণ ঐতিহ্য যাতে অক্ষুন্ন থাকে তারজন্য প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। এক্ষেত্রে প্রশাসন এবং আরক্ষা কর্মীদের সাথে সাথে রাজ্যের মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, গতকাল থেকেই সিবিএসই-র পরীক্ষা শুরু হয়েছে। তাই ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী ২ মার্চ ভোটগণনার দিনে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক সারা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.