Hare to Whatsapp
সুপারদের সাথে মুখ্য সচিবের ভিডিও কনফারেন্সে বৈঠক নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ২০, : রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে মুখ্যসচিব জে কে সিনহার উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে রাজ্যের ৮ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত ডিজিপি সৌরভ ত্রিপাঠি, মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে, সিআরপি'র এডিজি আর শাহী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলাশাসক ও পুলিশ সুপারদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপারদের সচেষ্ট থাকতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে নৈশকালীন টহলের ব্যবস্থা করতে হবে। নির্বাচনোত্তর হিংসা দমনে পুলিশ ও জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভারতের নির্বাচন কমিশন রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছে। আর যেন কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে সে দিকেও সতর্ক থাকতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি৷
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে বৈঠকে বলেন, রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা ও ধলাই জেলায় নির্বাচনোত্তর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে। নিরাপত্তা বাহিনীগুলিকে আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথভাবে ব্যবহার করতে হবে। যেকোনো ঘটনা ঘটলে সাথে সাথে নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আজ সমস্ত রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে সভা করা হয়েছে। সভায় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।