Hare to Whatsapp

ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ১৮, : বিধানসভার সাধারণ নির্বাচনে গতকাল রাজ্যে ২৪ লক্ষ ৬৬ হাজার ৫১১ জন ভোটার ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা ছিল ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন। সেই হিসেবে ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৩ শতাংশ। রাজ্য নির্বাচন দপ্তর থেকে এই তথ্য পাওয়া গেছে।

নির্বাচন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১-সিমনা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৯৬ শতাংশ। ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৩০ শতাংশ। ৩-বামুটিয়া (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৫১ শতাংশ। ৪-বড়জলা (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.০১ শতাংশ। ৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৫১ শতাংশ। ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৪.১৩ শতাংশ। ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮০.০০ শতাংশ। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৭৯.৯৪ শতাংশ। ৯-বনমালিপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮০.৫১ শতাংশ। ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৫০ শতাংশ। ১১- মান্দাইবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.২৬ শতাংশ। ১২-টাকারজলা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৪৯ শতাংশ। ১৩-প্রতাপগড় (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৪১ শতাংশ। ১৪-বাধারঘাট (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৭০ শতাংশ।

১৫-কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৪২ শতাংশ। ১৬- বিশালগড় বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৯২ শতাংশ। ১৭-গোলাঘাটি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৮১ শতাংশ। ১৮-সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৫০ শতাংশ। ১৯-চড়িলাম (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.২৯ শতাংশ। ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৭৮ শতাংশ।

২১-নলছড় (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৬০ শতাংশ। ২২-সোনামুড়া বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.০৪ শতাংশ। ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৫১ শতাংশ। রামচন্দ্রঘাট (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৩৪ শতাংশ। ২৫- খোয়াই বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯১.১৯ শতাংশ।

২৬-আশারামবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.২৪ শতাংশ। ২৭-কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৮০ শতাংশ। ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৮৩ শতাংশ। ২৯-কৃষ্ণপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৯৫ শতাংশ। ৩০-বাগমা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৮২ শতাংশ। ৩১-রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.০৭ শতাংশ। ৩২-মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.১৬ শতাংশ। ৩৩-কাকড়াবন-শালগড়া (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৫৮ শতাংশ। ৩৪-রাজনগর (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৮৫ শতাংশ। ৩৫-বিলোনীয়া বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.২৯ শতাংশ৷ ৩৬-শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৬৪ শতাংশ। ৩৭-ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.২৫ শতাংশ। ৩৮- জোলাইবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯১.৭৮ শতাংশ। ৩৯-মনু (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯২.০৯ শতাংশ। ৪০- সারুম বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৬৩ শতাংশ।

৪১-অম্পিনগর (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৯১ শতাংশ। ৪২-অমরপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.০০ শতাংশ৷ ৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৫৭ শতাংশ। ৪৪- রাইমাভ্যালি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৮৬ শতাংশ। ৪৫-কমলপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.০৬ শতাংশ। ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৬০ শতাংশ। ৪৭-আমবাসা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৫ শতাংশ। ৪৮-করমছড়া (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৯৩ শতাংশ। ৪৯-ছামনু (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৬৮ শতাংশ। ৫০-পাবিয়াছড়া (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৬ শতাংশ। ৫১-ফটিকরায় (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৪৬ শতাংশ। ৫২-চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.০৭ শতাংশ। ৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮১.৫৪ শতাংশ। ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৪.৬৫ শতাংশ। ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৩.১৪ শতাংশ। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৩.৫৬ শতাংশ। ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৭৩ শতাংশ৷ শতাংশ। ৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৩.৫৮ শতাংশ। ৫৯-পেঁচারথল (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৪.২৭ শতাংশ। ৬০-কাঞ্চনপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮১.২২ শতাংশ।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.