Hare to Whatsapp
ভোটের হার ৯০% এরও বেশী হতে পারে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সিইও কিরন গিত্তে সবাইকে ধন্যবাদ জানালেন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ১৭, : মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে গতকাল রাত আটটা নাগাদ এক সাংবাদিক সম্মেলনে দাবী করেছেন যে রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এজন্য
মুখ্য নির্বাচনী অধিকারীক কিরন গিত্তে নির্বাচনের কাজের সাথে যুক্ত মিডিয়া, পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানান। শ্রী গিত্তে অবশ্য স্বীকার করেছেন ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুই একটি কেন্দ্রে ছোট বড় কিছু ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ভোট গ্রহণ কেন্দ্র গুলিতেই সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান তিনি।
মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে এর সাথে সাংবাদিক সম্মেলনে নির্বাচনে পুলিশের নোডাল অফিসার জি এস রাও উপস্থিত ছিলেন। তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে পাঁচটি ঘটনার অভিযোগ এসেছে। এবং এসব ঘটনার প্রাথমিক তদন্ত শেষে মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন তারা অনেক জায়গাতেই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হাতে নিগৃহীত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের সহযোগিতার বদলে উল্টোটা করেছেন। কিরণ গিত্তে বলেন গণনার দিন এমনটা হবেনা।
নির্বাচন কমিশনের মিশন জিরো পোল ভাইলেন্স সত্বেও বহু মানুষ ভোট দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে শ্রী গিত্তে জানিয়েছেন, সামগ্রিক ভাবে ভোট শান্তিপূর্ণ ছিল। ভোট প্রক্রিয়া বিকাল ৪ টা পর্যন্ত চলার কথা। কিন্তু বহু জায়গাতেই ই ভি এম-এ গোলযোগ দেখা গেছে। একারনে রাত এগারোটা নাগাদও ভোট নিতে হয়েছে। বিকাল চারটা পর্যন্ত প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে। সাংবাদিক সম্মেলনের পরে রাতে মুখ্য নির্বাচনী অধিকারীক কিরিন গিত্তে জানিয়েছেন চুড়ান্ত ভোটের হার আজ জানানো হবে। শ্রী গিত্তে বলেন ভোটের হার ৯০٪ হতে পারে।