Hare to Whatsapp
ভয় উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ ভোটদানে এগিয়ে আসার জন্য ভোটারদের ধন্যবাদ জানাল সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ১৭, : শাসক বিজেপি-র সমস্ত ষড়যন্ত্র, ভয়ভীতি এবং স্থানে স্থানে আক্রমণ প্রতিহত করে ভোটাররা যেভাবে এগিয়ে এসে স্বাধীনভাবে নিজেদের ভোট দেবার মৌলিক অধিকার প্রয়োগ করেছেন তা ত্রিপুরার বুকে এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে বলে দাবী করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সামনেও এটা একটা দৃষ্টান্ত৷
সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বিবৃতিতে বলা হযেছে, "আমরা ভারতের মার্কসবাসী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে ত্রিপুরার বাহাদুর নির্বাচকমণ্ডলীর প্রতি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি"।
এবারের নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অস্বাভাবিক সময় লেগে গেছে৷ ভোটদাতাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ বিকাল চারটায় ভোট শেষ হবার কথা৷ কিন্তু রাত নয়টার পরেও রাজ্যের বহু স্থানে ভোটদাতাদের লাইনে দাঁড়িয়ে ভোট দেবার জন্য অপেক্ষা করতে হয়েছে ৷ এটা বাঞ্ছনীয় ছিল না৷
সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী এর জন্য অপেক্ষমান নির্বাচকমণ্ডলীকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে ৷ এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য নির্বাচন কমিশনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানানো হয়েছে ।