Hare to Whatsapp
ত্রিপুরার ৩৩২৭ ভোট গ্রহণ কেন্দ্রেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল নয়টা পর্যন্ত ভোটের হার 14%, জানিয়েছেন কিরণ গিত্তে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ১৬, : রাজ্য বিধানসভার ভোট গ্রহণ পর্ব আজ সকাল সাতটা থেকে শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছে। সারা রাজ্যেই ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে ভোটারদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে বলে আমাদের সংবাদ প্রতিনিধিরা জানিয়েছেন। মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে জানিয়েছেন, সকাল নয়টা পর্যন্ত 14% ভোট পড়েছে। কোন জায়গা থেকেই বড় ধরনের গোলমালের খবর নেই।আজ সকালে তুলসীবত বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ তিনি ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। বিজেপি’ পুনরায় ক্ষমতায় আসছেন বলে দাবি করেছেন তিনি।
শিশু বিহার স্কুলে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের জানান আগের থেকে অনেক বেশি ভোটে জিতবে বামফ্রন্টের প্রাথীরা। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান তিনি। সারা রাজ্যেই ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে ভোটারদের দীর্ঘ লাইন পড়লেও ভোট নেওয়া হচ্ছে অত্যন্ত ধীর গতিতে। এই অভিযোগ এসেছে বিশালগড়, সূর্যমনিনগর, বামুটিয়া ও বড়জলা বিধানসভার কিছু ভোট গ্রহণ কেন্দ্র থেকে।
তাছাড়াও বিশালগড়, বামুটিয়া, বড়জলা, শান্তিরবাজার থেকে গতকাল রাতে বিরোধীদের বাড়িতে ঢুকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ এসেছে।শান্তিরবাজার এর কালাছড়ায় বিজেপি গুন্ডাদের হাতে গতকাল রাতে আক্রান্ত হয়েছেন চন্দন দাস, শিপন মজুমদার l তাদের হাসপাতাল পাঠানো হয়েছে। এছাড়া অন্য সব জায়গাতেই শান্তিপূর্ণ নির্বাচনের খবর এসেছে।