Share Whatsapp

দিব্যাঙ্গজন ও ৮০ বছরের বেশী বয়সের প্রায় ৮ হাজার ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন : মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ফেব্রুয়ারি ১৩, : দিব্যাঙ্গজন ও ৮০ বছরের বেশী বয়সের প্রায় ৮ হাজার ৫০০ জন ভোটার সারা রাজ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী গত ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ভোট কর্মীগণ তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ করেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোট কর্মী, নিরাপত্তা কর্মী, নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ির চালক, সহকারি ও অন্যান্য কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের আজ শেষ দিন ছিল। তিনি জানান, ৫৬ হাজারের বেশী ভোটকর্মী, নিরাপত্তা কর্মী, গাড়ির চালক, সহকারি পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার আবেদন করেছেন এবং তারা ভোট দিচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, পশ্চিমবঙ্গের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনির্ভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে ত্রিপুরার ছাত্রছাত্রীরা বিএড পরীক্ষা দেয়। বিএড প্রেকটিক্যাল পরীক্ষা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এজন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের পশ্চিমবঙ্গে যেতে হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবিষয়ে ঐ বিশ্ববিদ্যালয়ের কনট্রোলার অফ একজামিনেশনের সঙ্গে যোগাযোগ করে ত্রিপুরার ছাত্রছাত্রীদের পরীক্ষাসূচি পরিবর্তনের অনুরোধ জানান। শ্রীগিত্যে জানান, এই পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে নেওয়া হবে। কনট্রোলার অফ একজামিনেশন এই দায়িত্ব নিয়েছেন। সিইও জানান, এবিষয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকগণ যেন উৎকণ্ঠিত না হন। এ বিষয়ে কোনও সমস্যা হলে তা সমাধানের জন্য সিইও অফিসে একটি কল সেন্টারও চালু করা হবে।

সিইও জানান, ১৬ তারিখ বিধানসভা নির্বাচন। এর আগে তিন ধরণের প্রটোকল মানতে হয়। তিনি জানান, ৭২ ঘন্টার প্রটোকল আগামীকাল থেকে চালু হবে। প্রটোকল অনুযায়ী কাল থেকে হোটেল, গেস্টহাউস, ধর্মশালা, বিয়েবাড়ি প্রভৃতি যেসব জায়গায় মানুষ থাকতে পারেন সেখানে চেকিং চালু হবে। কারণ নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ভোটার নয় এমন কোনও ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্রে থাকতে পারবেন না। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, আসাম, মিজোরাম সীমান্ত আগামীকাল থেকে সীল করে দেওয়া হবে। আগামীকালকের পর থেকে বাইক র‍্যালীর অনুমতি দেওয়া হবে না। আগামীকাল প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসেব ব্যয় পর্যবেক্ষকের কাছে দাখিল করতে হবে।

সাংবাদিক সম্মেলনে সিইও জানান, নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ১৪ তারিখ বিকেল ৪ টার পর কোনও ধরণের নির্বাচনী প্রচার করা যাবেনা। ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিকে বিকেল ৪ টার পর সংশ্লিষ্ট এলাকা থেকে চলে যেতে হবে। ঐদিন থেকে পাঁচজনের বেশী ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না। নির্বাচনের দিন প্রার্থী তিনটি গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে কোন গাড়িই ভোটারদের জন্য ব্যবহার করা যাবেনা। তিনি জানান, রাজ্যের সব ভোটারকেই ভোটার স্লিপ দেওয়া হয়েছে। এর পরও ভোটারদের সহায়তা করতে ভোটকেন্দ্রের কাছে ভোটার এসিস্টেন্ট বুথ থাকবে। বুথে বিএলও থাকবেন। তিনি ভোটারদের সাহায্য করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন নিশ্চিন্তে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্যই ভোটার হেল্পলাইন নম্বর রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ এর ধারা ১৩৫ ক (গ) অনুযায়ি কোন ভোটারকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জবরদস্তি করা, ভয় দেখানো, হুমকি দেওয়া, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া নির্বাচনী অপরাধ। কোনও ব্যক্তি এমন অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.