Hare to Whatsapp
নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর কৃত্রিম সংকট, বাজারে ক্রেতাদের ভীড় নিয়ন্ত্রনে আগামীকাল থেকে পুলিশ কঠোর ব্যবস্হা নেবে
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৯, : রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রায় সর্বত্র নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট কৃত্রিম এবং একাংশ ব্যবসায়ীদের সৃষ্ট। যদিও প্রশাসন এই সংকট নিরসনে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সদর মহকুমা শাসকের ভূমিকা প্রশংসনীয় বলে অনেকেই মনে করছেন।
তিনি অন্যান্য অফিসার সহ নিত্যদিন বিভিন্ন এলাকার বাজারে হানা অব্যাহত রেখেছেন, অনেক ব্যবসায়ী মজুতদারদের আর্থিক জরিমানা ও করছেন।
এই সংকট এমন এক সময়ে সৃষ্টি করা হয়েছে বা হচ্ছে যখন মানবসভ্যতা অস্তিত্ব সংকটে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যখন সরকার লড়ছেন, নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তখন এই ধরনের সংকট সৃষ্টির পেছনে যেমন একাংশ ব্যবসায়ীর যড়যন্ত্র রয়েছে তেমনি ক্রেতাদের দোষ রয়েছে বলে অভিযোগ। কেননা এরা প্রয়োজনের অতিরিক্ত পন্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দোকানে।আজ রবিবার সাত সকালে মহারাজগঞ্জ বাজারে ক্রেতাদের ভীড় অভাবিত ছিল।এমন অবস্থা ছিল যে তিল ধারণের কোন স্হান ছিলই না।এমন ভীড় সাধারণত হয় না বলা চলে। এমন হুড়োহুড়ি কেন বা কি কারন ছিল তা বোধগম্য নয়।এর সুযোগেই ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে সংকট সৃষ্টি করে। পুলিশের ভূমিকা প্রশংসনীয় যদিও ছিল কিন্তু এদের তো ক্রেতারা আমল দিচ্ছিল না। পুলিশ ভীড় নিয়ন্ত্রণের যথাসাধ্য চেষ্টা করে ও ব্যর্থ হয়।
চাল,আলু,ডালের দাম হু হু করে বাড়তে থাকে।কোন কোন ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছিল নেই নেই । এতে আরও সমস্যা দেখা দেয়।
বিকালে আবার ভিন্ন চিত্র।পুরো বাজার খাঁ খাঁ করছিল। শুধু পুলিশের ছয়লাপ।
রাজ্য পুলিশ প্রধান যদিও বলেছেন বাজারে ক্রেতাদের ভীড় নিয়ন্ত্রণ করতে বা সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে আগামীকাল থেকে পুলিশ ব্যবস্হা নেবে।আজ বিকেলে ই দেখা গেল পুলিশের শক্তি বৃদ্ধি করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে।
তবে আগামীতে পন্য সামগ্রীর সংকট সৃষ্টি রোধে প্রশাসন কি ধরনের ব্যবস্হা নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে।