Hare to Whatsapp
আগামী ৮-১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ৭, : ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩, আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভোট গ্রহণের কাজে নিযুক্ত সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, গাড়ি চালক সহ অন্যান্য ভোটারদের ভোটগ্রহণ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। ভোট গ্রহণের পর ব্যালট পেপারগুলি সংশ্লিষ্ট বিধানসভা ক্ষেত্রের রিটার্নিং অফিসারদের স্ট্রংরুমে কড়া নজরদারিতে রাখা হবে। আগামী ২ মার্চ ভোট গণনার দিন প্রথমে ব্যালট পেপারের ভোট গণনা করা হবে।
ভোটগ্রহণ কর্মীদের সুবিধায় বিভিন্ন মহকুমা সদরে ভোটার ফ্যাসিলিটেশন সেন্টার/ভোটগ্রহণ কেন্দ্র খোলা হবে। মোহনপুর মহকুমায় ভোট গ্রহণ করা হবে বিবেকানন্দ মহাবিদ্যালয়ে, সদর মহকুমায় ভোট গ্রহণ করা হবে শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, জিরানীয়া মহকুমায় ভোট গ্রহণ করা হবে বীরেন্দ্রনগর স্কুলে, জম্পুইজলা মহকুমার জম্পুইজলা মহকুমা শাসক কার্যালয়ে, বিশালগড়ে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, সোনামুড়া মহকুমায় এন সি ইনস্টিটিউশনে, খোয়াই মহকুমায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, তেলিয়ামুড়া মহকুমায় নেতাজিনগর হাই স্কুলে, উদয়পুর মহকুমায় কিরীট বিক্রম ইনস্টিটিউশনে, অমরপুর মহকুমায় অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, করবুক মহকুমায় পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, বিলোনীয়া মহকুমায় বিলোনীয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, শান্তিরবাজার মহকুমার শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, সাব্রুম মহকুমায় সাক্রম উচ্চতর মাধ্যমিক
বিদ্যালয়ে, গন্ডাতুইসা মহকুমায় কবিগুরু রবীন্দ্রনাথ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, কমলপুর মহকুমায় কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, আমবাসা মহকুমায় কুলাই উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে, লংতরাইভ্যালি মহকুমায় ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, কুমারঘাট মহকুমায় পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, কৈলাসহর মহকুমায় আর কে ইনস্টিটিউশনে, ধর্মনগর মহকুমায় ধর্মনগর সরকারি বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, পানিসাগর মহকুমায় পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, কাঞ্চনপুর মহকুমায় কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্ধারিত ফ্যাসিলিটেশন সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ করা হবে। এখন পর্যন্ত ভোটগ্রহণ কাজে নিযুক্ত কর্মীদের থেকে ৩৫,৬৬৬ হাজার ফর্ম ১২ সংগৃহীত হয়েছে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্তকর্মীরা (পিভিসি) পোস্টাল ভোটিং ফ্যাসিলিটেশন সেন্টারে ভোট দান করবেন।
এছাড়া ৮০ বছরের উপরে বয়স্ক নাগরিকগণ, দিব্যাঙ্গজন এবং শয্যাশায়ী ভোটারদের আগামী ৯ থেকে ১০ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিধানসভা ক্ষেত্রের রিটার্নিং অফিসারদের তত্বাবধানে ভোট গ্রহণকারীদল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবেন। রাজ্যের ৮,০০৯ জন ভোটার ফর্ম ১২-ডি জমা করেছেন। সকল অংশের ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশগ্রহণ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক আহ্বান জানিয়েছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।