Hare to Whatsapp
১১ ফেব্রুয়ারি জাতীয় লোক আদালত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ৭, : আগামী ১১ ফেব্রুয়ারি, শনিবার রাজ্যে বসছে জাতীয় লোক আদালত। সকাল ১০টা থেকে শুরু হবে আদালতের কাজ। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট ৫২টি বেঞ্চে ৬,৬৬৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯৪৯টি এবং আদালতে বিচারাধীন ২,৭১৫টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩, ১৪৯টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২২৬টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৩টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৮০০টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট) ২, ১৮০টি মামলা, বৈবাহিক বিরোধের ১৮৩টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৫টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৭টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ২৬টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১০টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ / উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। আদালত চতুরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়ারা আদালত চত্বরে নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দাতামোহন জমাতিয়া দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন।