Hare to Whatsapp
ত্রিপুরাকে বিজেপির সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতেই কংগ্রেসের সাথে আসন সমঝোতা: জীতেন চৌধুরী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ২, : ত্রিপুরাকে বিজেপির সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতেই মানুষের ইচ্ছাকে সম্মান প্রদর্শন করে এইবার ভোট সমঝোতা করতে হয়ে কংগ্রেসের সাথে। সিপিএম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী গতকাল রাতে বাম কংগ্রেসের জোট সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, বি জে পি - আই পি এফ টি জোট সরকারকে পরাস্ত ও ক্ষমতাচ্যুত করতে বামফ্রন্টের পক্ষে সি পি আই (এম)-র সাথে জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা প্রাদেশিক কমিটির নেতৃত্বের মধ্যে বিস্তৃত আলোচনা হয় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে আসন সমঝোতা নিয়ে। জীতেন চৌধুরী বলেছেন মূলত বিজেপির সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সারা রাজ্যের মানুষ চাইছেন এই জোট হোক। তাই মানুষের ইচ্ছাকে সম্মান প্রদর্শন করতেই সিপিএম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে।
জীতেন চৌধুরী বলেছেন গতকাল সামগ্রিক আলোচনার পর কংগ্রেস দল ১৩ টি এবং বামফ্রন্ট ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। এরই ভিত্তিতে কংগ্রেস দল কৈলাসহর, ধর্মনগর, পাভিয়াছড়া, করমছড়া, কমলপুর, তেলিয়ামুড়া, মোহনপুর, আগরতলা, বড়দোয়ালী, বনমালীপুর, সূর্যমণিনগর, চড়িলাম, মাতাবাড়ি কেন্দ্র সমূহে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থির হয়েছে। বাকি ৪৭ টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা লড়াইয়ের ময়দানে থাকবেন। দুই দলের সমর্থক ও নেতারা যৌথ ভাবে প্রচার করবে। কংগ্রেস ও সিপিএম সহ বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করতে বিধানসভা ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে যৌথ ভাবে বিজেপির বাইক বাহিনীর সদস্যদের মোকাবেলা সহ কংগ্রেস ও বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন জীতেন চৌধুরী।