Share Whatsapp

১৫ মার্চ উচ্চমাধ্যমিক এবং ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ২৫ , : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও উচ্চমাধ্যমিক পরীক্ষার (নিউ সিলেবাস) সূচি আজ ঘোষণা করা হয়েছে। এই সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা ১৬ মার্চ থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা আজ পর্ষদের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন।

মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার সূচি অনুযায়ী ১৬ মার্চ (বৃহস্পতিবার ইংরেজি, ১৮ মার্চ (শনিবার) ল্যাঙ্গুয়েজ ওয়ানের বাংলা, হিন্দি, ককবরক, মিজো ও আরবি ভাষার পরীক্ষা, ২১ মার্চ (মঙ্গলবার) সোশ্যাল সায়েন্স (ইতিহাস ও পলিটিক্যাল সায়েন্স) ও সোশ্যাল সায়েন্স (ইকোনমিক্স ও জিওগ্রাফি), ২৩ মার্চ (বৃহস্পতিবার) সায়েন্স (বায়োলজি) ও সায়েন্স (ফিজিক্স ও ক্যামিস্ট্রি), ২৮ মার্চ (মঙ্গলবার) ম্যাথামেটিক্স (বেসিক) এবং ম্যাথামেটিক্স (স্ট্যান্ডার্ড), ১৮ এপ্রিল (মঙ্গলবার) ঐচ্ছিক বিষয় (ল্যাঙ্গুয়েজ ভোকেশনাল)-এর এএনএইচওয়াই, এসওসিপি, ইএলএইচএ, আইটি, আরইটিএল এবং থিওলজি (তফসির এবং হাদিস) পরীক্ষা গ্রহণ করা হবে। তিনি জানান, এবছর মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ১৬২টি। রাজ্যের মোট ৪৩ হাজার ৫০৩ জন ছাত্রছাত্রী এবার মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে।

পর্ষদ সভাপতি আরও জানান, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার সূচি অনুযায়ী ১৫ মার্চ (বুধবার) ইংরেজি, ১৭ মার্চ (শুক্রবার) বাংলা, হিন্দি, ককবরক ও মিজো, ২০ মার্চ (সোমবার) ক্যামিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ও সোসিওলজি ও ইসলামিক স্টাডিজ, ২২ মার্চ (বুধবার) বিজনেস স্টাডিজ, এডুকেশন এবং ফিজিক্স ও ইসলামিক হিস্ট্রি, ২৪ মার্চ (শুক্রবার) অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, ইতিহাস ও থিওলজি, ২৭ মার্চ (সোমবার) ম্যাথামেটিক্স ও ফিলোসফি, ২৯ মার্চ (বুধবার) ইকোনমিক্স, ১ এপ্রিল (শনিবার) সাইকোলজি, ৩ এপ্রিল (সোমবার) জিওগ্রাফি, ৫ এপ্রিল (বুধবার) সংস্কৃত, স্ট্যাটিসটিক্স ও আরবি, ১৭ এপ্রিল (সোমবার) কম্পিউটার সায়েন্স এবং মিউজিক, ১৯ এপ্রিল (বুধবার) ষষ্ঠ বিষয় (বৃত্তিমূলক) এজিডিডব্লিউ, এজিজিআর, আইটি, পিএইচইডি, আরইটিএল এবং ইএলএইচএ-এর পরীক্ষা গ্রহণ করা হবে।

পর্ষদ সভাপতি জানান, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য মোট ১১২টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মোট ৩৮ হাজার ৩৪ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ড. দুলাল দে ছাড়াও পর্ষদের ওএসডিগণ উপস্থিত ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.