Hare to Whatsapp
শান্তিপূর্ণভাবে বিধানসভার নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ২১, : শান্তিপূর্ণভাবে বিধানসভার নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০ জানুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা বলেন। সভায় ভারতীয় নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আচরণবিধি এবং কর্মসূচির তথ্য সম্বলিত একটি পুস্তক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে সেই পুস্তকের নির্দেশাবলী অনুসারে সাংবাদিকদের নির্বাচনী খবর প্রকাশের অনুরোধ জানান। তিনি বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমে ভোটারদের প্রলোভিত ও বিভ্রান্ত করার মতো খবর যাতে প্রকাশিত না হয় সেদিকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পেইড এবং ফেইক নিউজ প্রকাশের বিষয় থেকেও তিনি সাংবাদিকদের বিরত থাকতে পরামর্শ দেন। তিনি বলেন, এই ধরনের নিউজ ভোটারদের বেশি প্রভাবিত করে থাকে। এতে একটি নিরপেক্ষ নির্বাচনে বাধার সৃষ্টি হয় এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়। এককথায় ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩কে সম্পূর্ণ ভায়োলেন্স মুক্ত একটি সুষ্ঠু নির্বাচন হিসেবে কিভাবে পরিচালন করা যায় সে বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান এবং তাদের প্রচার ব্যবস্থাকেও সেভাবে পরিচালিত করার আহ্বান জানান। সভায় নির্বাচন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণও উপস্থিত ছিলেন।