Hare to Whatsapp
নির্বাচনের আদর্শ আচরণবিধি নিয়ে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ২০, : হিংসামুক্ত বিধানসভা নির্বাচন সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। ১৯ জানুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যের ৮টি জেলার নির্বাচন সংক্রান্ত সব ঘটনাই কমিশনের নজরে রয়েছে এবং এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কমিশন সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার শঙ্কর দেবনাথ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গতকাল নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। আজ নির্বাচনের আদর্শ আচরণবিধি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানান, আগামীকাল থেকেই নির্বাচনের পর্যবেক্ষকগণ রাজ্যে আসতে শুরু করবেন। প্রথম আসবেন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গতকাল জিরানীয়ায় একটি অপ্রীতিকর ঘটনায় ইতিমধ্যেই ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমলপুরে অন্য আরেকটি ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।