Hare to Whatsapp
রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত দেওয়া হয়েছে : ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১৮, : রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে আগামীদিনে ত্রিপুরাকে খেলাধুলার আঙ্গিনায় সামনের সারিতে নিয়ে যাওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে জেলা ও মহকুমা প্রেসক্লাবগুলির মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, সমগ্র রাজ্যে প্রায় ১,৫০০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই ৯০ শতাংশের উপর ক্লাব কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে। খেলাধুলার আঙ্গিনাকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি নেশার বিরুদ্ধে অভিযানকে শক্তিশালী করার লক্ষ্যে এই ক্রীড়া সামগ্রীগুলি বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, নেশার বিরুদ্ধে লড়াইয়ে খেলাধুলা হচ্ছে একটা বড় হাতিয়ার। নেশার বিরুদ্ধে লড়াইয়ে যুব সমাজের পাশাপাশি সাংবাদিকদেরও একটা বড় ভূমিকা রয়েছে। সাংবাদিকরা এই বিষয়ে আরও ইতিবাচক ভূমিকা নিলে সমাজ উপকৃত হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বলেন, খেলাধুলার কোনও বয়স নেই। খেলাধুলা হচ্ছে সমস্ত জাতপাত, রাজনীতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা একটা বড় ভূমিকা নিয়ে থাকে। খেলাধুলার বিকাশে রাজ্যের বর্তমান সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। আগামীদিনে রাজ্যে ন্যাশনাল গেমস করার জন্য রাজ্য সরকার প্রয়াস নেবে। এজন্য যাবতীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে চলেছে।
স্বাগত ভাষণ দেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সহসভাপতি অরুণ নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা বিপ্লব দত্ত এবং বনজিৎ বাগচি।