Hare to Whatsapp
রাজ্যের শ্রমজীবী অংশের জন্য আজ একটি নতুন পালক সংযোজিত হলো : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১৬, : রাজ্যের একমাত্র ইএসআই হাসপাতালের ১৫ জানুয়ারি ভার্চুয়ালি শিলান্যাস হয়েছে। বোধজংনগরে ৫ একর জমিতে এই হাসপাতাল গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সরকারি রাজভবনে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্ৰী ভূপেন্দ্ৰ যাদব ভার্চুয়ালি এই হাসপাতালের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ছাড়াও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্যসচিব জে কে সিনহা, শ্রম দপ্তরের সচিব অভিষেক সিং, ডিজি ইএসআইসি ড. রাজেন্দ্র কুমার প্রমুখ।
শিলান্যাস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, ইএসআই হাসপাতালের শিলান্যাসের মধ্য দিয়ে রাজ্যের শ্রমজীবী অংশের জন্য আজ একটি নতুন পালক সংযোজিত হলো। উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটির পর ত্রিপুরার বোধজংনগরে রাজ্যের একমাত্র ইএসআই হাসপাতাল হতে যাচ্ছে। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল গড়ে তোলার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। সেই মোতাবেক কেন্দ্রীয় সরকারের সহযোগিতার ফলে আজ ভার্চুয়ালি ১০০ শয্যা বিশিষ্ট ইএসআই হাসপাতালের শিলান্যাস করা হয়েছে। অত্যাধুনিক অপারেশন থিয়েটার থেকে শুরু করে ওপিডি, মডিউলার ওটি ইত্যাদি সবরকমের সুযোগ সুবিধা থাকবে। আগামী তিন বছরের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে এই হাসপাতালটি নির্মাণ করা হবে।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এই হাসপাতাল নির্মাণ হলে রাজ্যের প্রায় ১৩ হাজারের উপর নিবন্ধিত কর্মচারি ছাড়াও শ্রমজীবী অংশের মানুষ অনেক উপকৃত হবেন। এই হাসপাতাল গড়ে উঠলে রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ দারুণভাবে উপকৃত হবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসির মার্গ দর্শনে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের সঙ্গে ত্রিপুরাও এগিয়ে চলছে।