Hare to Whatsapp
কংগ্রেস ও সিপিএম-এর মধ্যে মিতালির খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, মোহনপুরে কংগ্রেসের ৪টি প্রচার গাড়ীতে হামলা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১৫, : সিপিএম ও কংগ্রেস এর আঁতাতের খবর প্রকাশ্যে আসতেই রাজ্যে রাজনৈতিক হানাহানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ দুপুরে সিধাই মোহনপুরে কংগ্রেসের চারটি প্রচার গাড়ীতে ভাঙচুর হয়েছে। উদয়পুর জামজুরীতে বিজেপির একটি বুথ অফিস গতকাল রাতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। বিশাল ঘরে কংগ্রেস ও সিপিএম এর প্রচার সজ্জা নষ্ট করে দেয়া হয়েছে বলে দুই দলের নেতারা অভিযোগ করেন। পাল্টা অভিযোগ করেছে বিজেপি। এই নিয়ে গতকাল রাত থেকেই বিশালঘরে উত্তেজনা বিরাজ করছে।
একই রকম ভাবে চড়িলাম, খোয়াই, আমবাসা, কমলপুর, উদয়পুর, সাব্রুম, বিলোনীয়া থেকে খবর এসেছে যে সিপিএম ও কংগ্রেস এর মিতালি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই গত দুই দিন ধরে এসব জায়গায় কংগ্রেস ও সিপিএম এর নেতারা প্রকাশ্যেই বিজেপির হামলার প্রতিরোধে যাচ্ছে।
আজ মোহনপুরে কংগ্রেসের চারটি প্রচার গাড়ীতে হামলার ঘটনার বিবরণে জানা গেছে বিজেপির কিছু দুষ্কৃতী প্রকাশ্য দিবালোকে আজ দুপুরে মোহনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় কংগ্রেস দলের ৪টি প্রচার গাড়িতে ভাঙচুর করে। একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা হয়। গাড়িতে লাগানো ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়া হয়।
কংগ্রেস এর অভিযোগ প্রচার গাড়ীতে রাখা একটি জেনারেটর পর্যন্ত নিয়ে যায় বিজেপির দুষ্কৃতিকারী। ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই রাজধানীতে থাকা কংগ্রেস নেতারা মোহনপুরে ছুটে যান। এঘটনাকে বিজেপি-র দুর্বলতার প্রকাশ বলেছেন কংগ্রেস নেতারা।
জামজুরীর ঘটনার বিবরণে জানা গেছে গতকাল রাতে সেখানে বিজেপির একটি বুথ অফিসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে গেলে উত্তেজিত বিজেপির কিছু দুষ্কৃতী ফায়ার সার্ভিসের কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে। আক্রান্ত ফায়ার সার্ভিসের কর্মীরা মিডিয়ার কেমেরায় সামনেই অভিযোগ করেন যে দুষ্কৃতীরা বিজেপির। তারা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে ভাঙ্গচুর করে। দমকল কর্মীরা আর ও অভিযোগ করেন যে বিজেপি'র পতাকা হাতে নিয়ে দুষ্কৃতীরা ফায়ার সার্ভিস গাড়ির চালক কে রক্তাক্ত করেছে। তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয়। দুষ্কৃতীরা ২৫-৩০ মিলে এই আক্রমন সংগঠিত করে বলে ফায়ার সার্ভিসের কর্মীদের অভিযোগ। কিন্তু তার পরও পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি।
জানা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার এই ঘটনা ঘটেছে উদয়পুরের জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এছাড়াও গতকাল খয়েরপুর বিধানসভার বনকুমারি লালমাটিয়ায় বিজেপি'র কিছু দুষ্কৃতী তাণ্ডব চালায়। বেশ কয়েক জন CPIM কর্মী ও সমর্থকদের বাড়ীতে আক্রমণ করে।
পক্ষান্তরে বিশালগড় বিধানসভা কেন্দ্রের ৩৮ নং বুথে বিজেপির সমস্ত রাজনৈতিক প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ করেছে বিজেপি। বিজেপির বিশালঘর মন্ডল সভাপতি সুশান্ত দেব এর অভিযোগ বিশালগড় অফিসটিলায় CPI(M) তাদের সমস্ত প্রচার সজ্জি নষ্ট করে দেয়।
পক্ষান্তরে বিরোধী দলের বিশালগড় সিপিএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার এর অভিযোগ শনিবার রাতে শাসক দল বিজেপি সিপিএমের প্রচার নষ্ট করেছে। এ নিয়ে গোটা বিশালগড় মহকুমায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
একই ভাবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খবর এসেছে সিপিএম ও কংগ্রেস এর মধ্যে মিতালি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই শাসক ও বিরোধীদলীয় সমর্থক দের মধ্যে ছোট খাটু গোলমালের খবর এসেছে। দুই দলের সমর্থক দের মধ্যে রাতে বড় ধরনের গোলমাল না ঘটে তাই পুলিশ টহল শুরু করেছে। আজ বিকেলে রাজধানীর ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে আধা সামরিক বাহিনীর এই টহল শুরু হয়েছে। টহলে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ রিটার্নিং অফিসার নির্মল অধিকারিক।