Hare to Whatsapp
গত ৫ বছরে ত্রিপুরাতে কোনও ভোট শান্তিপূর্ণ হয়নি, সব বিরোধী দল কমিশনের কাছে দাবী করেছেন লোকাল পুলিশ নয়, সব বুথে সেন্ট্রাল ফোর্স চাই
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১২, : নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম-এর কাছে ত্রিপুরার সব বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেছেন গত পাঁচ বছরে ত্রিপুরার কোনও নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়নি। এই অভিযোগ করে সব বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে দাবী করেছেন লোকাল পুলিশ নয়, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই সেন্ট্রাল ফোর্স দিতে হবে। শুধ তাই নয়, ভোট দিয়ে মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে বাড়িঘর-এ ফিরতে পারেন সেই পরিবেশও তৈরি করতে হবে। সিপিএম, কংগ্রেস, তিপ্ৰা মথা, তৃণমূল কংগ্রেস, এমনকি বিজেপি’র জোট শরিক আই পি এফ টি -এর প্রতিনিধিও কমিশনের পূর্ণাঙ্গ টিম-এর কাছে ভয়মুক্ত পরিবেশে ভোট হোক তা চেয়েছেন। আই পি এফ টিম-এর দুই প্রতিনিধিও কমিশনের পূর্ণাঙ্গ টিম এর সাথে দেখা করে বাইরে এসে সাংবাদিকদের জানান এডিসি-র নির্বাচনের আগে ও পরে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। তাই এবার আর যাতে আগের মত ভোটের আগে ও পরে কেউ আক্রান্ত না হন সেজন্য ভয়মুক্ত পরিবেশে ভোট করতে সব ভোট গ্রহণ কেন্দ্রেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার দাবী করেছেন আই পি এফ টি দলের প্রতিনিধি। একই ধরনের দাবি করেছেন সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও তিপ্রা মথার প্রতিনিধিরাও।
প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার- এর নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম দুদিনের সফরে আজ দুপুরের পর রাজ্যে এসেছেন। রাজ্যে এসে প্রথম পর্যায়ে রাজ্য অতিথিশালায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। পরে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে সহ নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের সরকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্য দুই নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে ও অরুণ গোয়েল। দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার সহ আরো পাঁচ আধিকারিক গতকালই রাজ্যে আসেন।
জানাগেছে, প্রধান নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে এবং শ্রী অরুণ গোয়েল আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে জেলা শাসক তথা ডি ই ও এবং বিভিন্ন জেলার এসপি-দের সাথেও একটি পৃথক বৈঠক করেন আজ সন্ধ্যায়। রাতে কমিশনের পূর্ণাঙ্গ টিম বৈঠক করেন মুখ্য সচিব জে কে সিনহা ও পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন -এর সাথে। আগামীকাল সকাল সাড়ে দশটা নাগাদ কমিশনের পূর্ণাঙ্গ টিম রাজধানীর রবীন্দ্র ভবনে সাংবাদিক সম্মেলনের পরে মেঘালয় চলে যাবেন ।