Hare to Whatsapp
প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার কাজ করছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১১, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার কাজ করছে। কেন্দ্রীয় সরকার যেমন আত্মনির্ভর ভারত গঠনে উদ্যোগ নিয়েছে তেমনি রাজ্য সরকারও আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে। ১০ জানুয়ারি ধনপুরে গ্রামোন্নয়ন দপ্তরের কাঁঠালিয়া ডিভিশন কার্যালয়ের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। কেন্দ্রীয় সরকার থেকেও রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।
ধনপুরে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের সাবডিভিশন কার্যালয় ও একটি মার্কেট স্টলেরও উদ্বোধন করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন কাঁঠালিয়া ব্লকের বানিয়াছড়ায় গোমতী নদীর উপর একটি ব্রিজের শিলান্যাস করেন। এই ব্রিজটি নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৪৫ লক্ষ টাকা। তাছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন বানিয়াছড়া উচ্চবিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের ও তেলকাজলাতে গ্রামীণ সড়ক নির্মাণের শিলান্যাস করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন দক্ষিণ মহেশপুরে ২০ কক্ষ বিশিষ্ট মার্কেটস্টল ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রেরও উদ্বোধন করেন।