Hare to Whatsapp
শান্তিরবাজারে ১৩২ কেভি বকাফা বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ৯, : উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ৮ জানুয়ারি শান্তিরবাজার মহকুমায় ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করেন। শান্তিরবাজার পুরপরিষদ এলাকায় এই সাবস্টেশনটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৩৪ কোটি ৩৩ লক্ষ টাকা। উপমুখ্যমন্ত্রী এদিন শান্তিরবাজারে গ্রামোন্নয়ন দপ্তরের শান্তিরবাজার ডিভিশন কার্যালয়েরও উদ্বোধন করেন। তাছাড়াও উপমুখ্যমন্ত্রী এদিন শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনুতে ২৪ কক্ষ বিশিষ্ট মার্কেট স্টল, মনপাথরে গ্রামীণ হাটের উদ্বোধন করেন। বীরচন্দ্রমনুতে মার্কেট স্টল নির্মাণে ব্যয় হয়েছে ৭৯ লক্ষ ৯৬ হজার ৮৬৫ টাকা ও মনপাথরে গ্রামীণ হাট নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ লক্ষ ৩৬ হাজার টাকা। শান্তিরবাজার মহকুমা সফরে এসে উপমুখ্যমন্ত্রী এদিন বকাফা ব্লকের কাঁঠালিয়াছড়া এডিসি ভিলেজের মনপাথর-বৈদ্যবাড়ি চাকমাপাড়া সড়কটির উদ্বোধনও করেন। এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লক্ষ ৭ হাজার টাকা। এ সমস্ত প্রকল্পের উদ্বোধনের সময় উপমুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, বিদ্যুৎ সচিব ব্রিজেশ পান্ডে প্রমুখ।