Hare to Whatsapp
২৬ জানুয়ারি আমেদাবাদ-এ জাতীয় বিজ্ঞান কংগ্রেসের চুড়ান্ত পর্যায়ে ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করবেন শিশু বিজ্ঞানী অভিনব বণিক ও অভ্রজিত দাশ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ৮, : জাতীয় প্রেক্ষাপটে ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এবছর নাগপুরে শতাব্দি প্রাচীন রাষ্ট্রসন্ত তুকারোজী মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ত্রিপুরার দুই শিশু বিজ্ঞানীর উদ্ভাবন খুবই সমাদৃত ও প্রশংসিত হয়েছে যা ইন্ডিয়ান চিল্ড্রেন সাইন্স কংগ্রেসের রাজ্য স্তরের প্রতিযোগিতায় বড় দল বিভাগে প্রথম স্থানও অধিকার করে। এই সুবাদে এবার তাদের প্রজেক্টটি জাতীয় স্তরের প্রদর্শনীতে প্রদর্শিত হবে। অভিনব বণিক ও অভ্রজিত দাস বিবেক নগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিবেক নগর-এর অষ্টম শ্রেণির ছাত্র।
১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের শাখা সম্মেলন রাষ্ট্রীয় কিশোর বৈজ্ঞানিক সম্মেলনে অভিনব বণিক ও অভ্রজিত দাশ-এর প্রজেক্টে গাইড টিচার ছিলেন দীপক কুমার কুন্ডু। তাদের উপস্থাপিত প্রজেক্টটি-র একটি সংক্ষিপ্তসার ইতিমধ্যেই ১০৮ তম জাতীয় বিজ্ঞান কংগ্রেসের শাখা সম্মেলন রাষ্ট্রীয় কিশোর বৈজ্ঞানিক সম্মেলনের স্মরণিকা গ্রন্থে প্রকাশ করা হয়েছে এবং দুই কিশোর বিঞ্জানীকেই স্বীকৃতি দেয়া হয়েছে।
গত ৩রা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নাগপুরের শতাব্দি প্রাচীন রাষ্ট্রসন্ত তুকারোজী মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিশু বিজ্ঞানীদের এই চাঁদের হাট বসেছিল। যার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ও নাগপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সহ মহারাষ্ট্রের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এতে উপস্থিত ছিলেন। ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিনিধিত্ব করার প্রেক্ষাপটে অভিনব বনিক ও অভ্রজিত দাস কে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর বিজ্ঞান গবেষণা পত্রের সংকলন গ্রন্থ উপহার স্বরূপ প্রদান করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক নিয়ম মেনে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এসোসিয়েশনের সদস্য পদ গ্রহণের জন্যও অভিনব বণিক ও অভ্রজিত দাস কে বিশিষ্ট শিশু বিজ্ঞানী হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য ত্রিপুরা রাজ্যভিত্তিক ন্যাশনাল চিলড্রেন সাইন্স কংগ্রেস অধিবেশনে বড়দের গ্রুপে অভিনব বণিকের প্রজেক্ট তথা গবেষণা পত্র প্রথম স্থান লাভ করেছে এবং সেই সুবাদে আগামী ২৬ শে জানুয়ারি গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরে অনুষ্ঠিতব্য ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের জাতীয় অধিবেশনে অভিনব বণিক প্রজেক্ট লিডার হিসেবে তাদের গবেষণা প্রজেক্ট নিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। অভিনব বণিক রাজ্যের কোর্ডিনেটরদের সঙ্গে আমেদাবাদ যাবেন।