Hare to Whatsapp
নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রয়াণ আমাদের কাছে অপূরণীয় ক্ষতি : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ২, : রাজস্ব ও বনমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা আজ প্রয়াত হয়েছেন। আগরতলার জিবিপি হাসপাতালে বেলা ২টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। উচ্চ রক্তচাপজনিত কারণে মস্তিষ্কে রক্ত ক্ষরণের ফলে তার মৃত্যু হয়। প্রয়াত রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা গত ৩০ ডিসেম্বর জিবিপি হাসপাতালের মেডিক্যাল আইসিওতে ভর্তি হন। মস্তিষ্কে রক্ত ক্ষরণ হওয়ায় সেদিনই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১ জানুয়ারি বিকেলে জিবিপি হাসপাতাল থেকে প্রয়াত রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার নশ্বর মরদেহ তার এডভাইজার চৌমুহনীস্থিত বাসভবনে নিয়ে আসা হয়। রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রয়াণের সংবাদ পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ বিশিষ্টজনেরা প্রয়াত রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার বাসভবনে এসে শোক ও শ্রদ্ধাজ্ঞাপন করেন।
প্রয়াত রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, তার প্রয়াণ আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন জাতি জনজাতি সকল অংশের একজন প্রিয় নেতা। তার শূন্যস্থান পূরণ হবার নয়। আগামীকাল তার মরদেহ বিধানসভা ও সচিবালয়ে নিয়ে যাওয়া হবে। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা গভীর শোক প্রকাশ করে বলেন, রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রয়াণে একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। তিনি ছিলেন লেখক, সাহিত্যিক ও বিচক্ষণ রাজনীতিবিদ। উপমুখ্যমন্ত্রী প্রয়াত রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান