Hare to Whatsapp
দন্ত চিকিৎসকদের মানুষের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ২৫ , : জাতীয় দন্ত চিকিৎসক দিবসে দন্ত চিকিৎসকদের মানুষের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। ২৪ ডিসেম্বর আগরতলা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দন্ত চিকিৎসকরা ভালো কাজ করছেন। ভালো কাজ করলে যেমন প্রশংসা পাওয়া যেতে পারে তেমনি নিন্দুকেরা সমালোচনাও করে থাকে। রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এমন কিছু কাজ করে যেতে চাই যা আগামী প্রজন্ম মনে রাখবে। কলেজ স্থাপন করেছি এটা দায়িত্ব হিসেবে। প্রশংসার জন্য কাজ করিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ইতিহাস জানা আছে, বর্তমানকেও জানি তাই ভবিষ্যতের জন্য কিছু কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, প্রতি বছর ২৪ ডিসেম্বর বিশিষ্ট দন্ত চিকিৎসক তথা ডা. রফি আহমেদের জন্মদিনটি জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা ডা. রফি আহমেদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। জাতীয় দত্ত চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. সৈয়দ মোয়াজ্জেন আলিকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া অল ইন্ডিয়া স্পোর্টস ডেন্টাল সামিটে ত্রিপুরার প্রতিনিধিত্বকারী পুরস্কার প্রাপকদের সম্মানিত করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডা. সমীর রঞ্জন দত্ত চৌধুরী, সংগঠনের সম্পাদক ডা. সজল নাথ এবং স্বাস্থ্য দপ্তরের উপঅধিকর্তা ডা. রাজেশ আনন্দ আচারিয়া।