Hare to Whatsapp

জনজাতি অধ্যুষিত এলাকায় বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ২৪, : জনজাতি অধ্যুষিত এলাকায় বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনজাতি অধ্যুষিত গন্ডাতুইসা মহকুমায় বিদ্যুৎ পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। ২৩ ডিসেম্বর গন্ডাতুইসা মহকুমায় ১৩২ কেভি আমবাসা-গন্ডাতুইসা ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। তাছাড়াও উপমুখ্যমন্ত্রী এদিন গন্ডাতুইসা মহকুমায় ৩৩ কেভি গন্ডাতুইসা সাবস্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ এবং ১৩২ কেভি আমবাসা সাবস্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ প্রকল্পেরও উদ্বোধন করেন। এই তিনটি বিদ্যুৎ প্রকল্প ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল পর্ষদ ও বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় রূপায়িত হয়েছে। তাছাড়াও উপমুখ্যমন্ত্রী এদিন গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে গন্ডাতুইসা গ্রামোন্নয়ন বিভাগ কার্যালয়েরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার গ্রামীণ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। প্রান্তিক মহকুমায় বিভিন্ন দপ্তরের অফিসগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। উপমুখ্যমন্ত্রী উন্নয়ন কর্মসূচিতে জনগণকে অংশীদার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আমবাসা-গন্ডাতুইসা পর্যন্ত ৩০ বছরের পুরোনো ৫৫ কিলোমিটার দীর্ঘ ওভারহেড লাইনের সমস্যা দূর করে বর্তমানে ৪৪ কিলোমিটার দীর্ঘ লাইনে ১৫২টি টাওয়ার নির্মাণ করা হয়েছে। ফলে আমবাসা-গন্ডাতুইসা ১৩২ কেভি লাইনের মাধ্যমে গন্ডাতুইসা মহকুমার ১২ হাজার ৬৬৭ জন বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন। ১৩২ কেভি আমবাসা সাবস্টেশনের বর্ধিত ক্ষমতার মাধ্যমে আমবাসা, জওহরনগর, কুলাই, সালেমা, গঙ্গানগর, গন্ডাতুইসা, রইস্যাবাড়ি অঞ্চলের ৩৯ হাজার ৬৬১ জন বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন। আমবাসা-গন্ডাতুইসা বিদ্যুৎ পরিবাহী লাইনের জন্য ব্যয় হয়েছে ২৫.২০ কোটি টাকা। আমবাসা সাবস্টেশনের উন্নয়নে ব্যয় হয়েছে ১৯.৮০ কোটি টাকা৷ গন্ডাতুইসা সাবস্টেশনের উন্নয়নে ব্যয় হয়েছে ১.৯০ কোটি টাকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জিলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার, সহকারি সভাধিপতি গোপাল সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, জিএম ট্রান্সমিশন টিএসইসিএল রঞ্জন দেববর্মা, গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার স্বপন দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.