Hare to Whatsapp
মানুষকে আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার কাজ করছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ২১, : মানুষকে আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার কাজ করছে। মানুষকে আত্মনির্ভর করে তুলতে উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকার গতি এনেছে। রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণেই সরকার কাজ করছে। ২০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কুমারঘাটে নবনির্মিত ১ নং সমবায়িকা সুপার মার্কেটের উদ্বোধন করে একথা বলেন। এদিন মুখ্যমন্ত্রী ২ নং সমবায়িকা সুপার মার্কেটের শিলান্যাসও করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। সরকার মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নে কাজ করছে। তিনি রাজ্যে জাতি জনজাতি ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি ঘরে সুশাসন অভিযানের মাধ্যমে সরকার একেবারে অন্তিম ব্যক্তির কাছে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে। রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ৮ নং জাতীয় সড়ক চার লেনের করার কাজ চলছে। ত্রিপুরা এখন ইন্টারনেটের ক্ষেত্রে একটি শক্তিশালী গেটওয়ে। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবানচন্দ্র দাস বলেন, এই মার্কেট স্টল বেশ কয়েকজনকে স্বনির্ভর হতে সহায়তা করবে। সেইসঙ্গে বহুদিনের প্রত্যাশাও পূরণ হলো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের সমবায় নিয়ামক এস মগ। সভাপতিত্ব করেন কুমারঘাট প্রাইমারি কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান শিবেন্দু ঘোষ। উপস্থিত ছিলেন জেলাশাসক ডা. বিশাল কুমার ও জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির। উল্লেখ্য, ১ নং সমবায়িকা সুপার মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ লক্ষ টাকা। ২নং সমবায়িকা সুপার মার্কেট নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৩০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ কুমারঘাট সফরে এসে ৪ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট শান্তিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৪ জন সুবিধাভোগীর হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, জেলাশাসক ডা. বিশাল কুমার ও জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গিরা।