Hare to Whatsapp
রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সরকার প্রয়াস নিয়েছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৯, : চিকিৎসা পরিষেবায় মানুষের উপকার হয় এমন কোনও যন্ত্রপাতি যদি প্রয়োজন হয় তবে তা সরকার আন্তরিকভাবে দেখবে। রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সরকার আন্তরিক প্রয়াস নিয়েছে। সমস্যা রয়েছে কিন্তু সরকার তার সমাধানে যথেষ্ট আন্তরিক। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে চিকিৎসকদের এক সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অ্যাসোসিয়েশন অটোলেরেঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য শাখার ষষ্ঠ বার্ষিক সম্মেলন কাম সার্জিক্যাল ওয়ার্কশপে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি চিকিৎসকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, চিকিৎসকরা যে কাজটাই করেন না কেন মানুষ যাতে জানতে পারে তার ব্যবস্থা করতে হবে। ভালো কাজের জন্য প্রচার গুরুত্বপূর্ণ। ভালো অপারেশন করলে মানুষকে জানাতে হবে যাতে তারা বুঝতে পারেন এই রাজ্যেই চিকিৎসা পরিষেবা সম্ভব। ইদানিং বাইরে রোগীর রেফারের সংখ্যা কমে গেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য রাখেন।
সম্মেলনে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে ইএনটি সার্জেনদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের স্মৃচিতারণ করেন। তিনি বলেন, ইএনটি চিকিৎসকদের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক রয়েছে বলেই তিনি আজকে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, শুধু ডাক্তারি করলেই হবে না। একে অপরের সঙ্গে সংযোগ রাখতে হবে। ইদানিং লাইভ সার্জারির ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন। সম্মেলনে স্বাগত ভাষণ দেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার বিধান দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. এইচ পি শর্মা, টিএমসির অধ্যক্ষ ডা. অরিন্দম দত্ত, বিশিষ্ট ইএনটি চিকিৎসক পি রায়, ডা. প্রদীপ বসাক এবং কলকাতা থেকে আগত প্রখ্যাত ইএনটি চিকিৎসক ডা. অমিতাভ রায় চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি এওআই ডা. শান্তনু রায়।