Hare to Whatsapp
ত্রিপুরার বিকাশ যাত্রা এক নতুন মাত্রা পেয়েছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৯, : ত্রিপুরা শান্তি ও বিকাশের পথে এগিয়ে চলেছে। ডাবল ইঞ্জিনের যে সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তার সুফল সর্বত্র পৌঁছে গেছে। ১৮ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন, দুটি প্রকল্পের শিলান্যাস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ লক্ষের উপর সুবিধাভোগীর গৃহ প্রবেশ অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিকাশের গতি আগামীদিনগুলিতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কয়েক হাজার কোটি টাকা দিচ্ছে। রাজ্য সরকার এগুলির যথাযথভাবে রূপায়ণ করছে। স্বচ্ছ ভারত কর্মসূচি এই রাজ্যে এখন পর্যন্ত দারুণভাবে রূপায়ণ হওয়ায় প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর স্বচ্ছতাকে জনআন্দোলনে পরিণত করেছে। এরফলে ত্রিপুরা ছোট রাজ্যগুলির মধ্যে দেশের সবচেয়ে বড় স্বচ্ছ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বামী বিবেকানন্দ ময়দানে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রাজ্য মন্ত্রিসভার সদস্য সদস্যাগণ ও রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।
উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ১,৫১,০১৯ জন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান প্রকল্পে ৫৪,৫২৬ জন বেনিফিসিয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে গৃহ প্রবেশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল পদ্ধতিতে আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আগরতলা বাইপাস (খয়েরপুর-আমতলি) জাতীয় সড়ক-৮-এর প্রশস্তিকরণের কাজের উদ্বোধন করেছেন। এছাড়া তিনি পিএমজিএসওয়াই-থ্রি ২৩২ কিলোমিটার দীর্ঘ ৩২টি সড়কের এবং ৫৪২ কিলোমিটার দীর্ঘ ১১২টি সড়ক প্রকল্পের (রাজ্য ও জেলা সড়ক) শিলান্যাস করেছেন। সব মিলিয়ে আজ প্রধানমন্ত্রী ৪,৩০০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরার বিকাশ যাত্রা এক নতুন মাত্রা পেয়েছে। যোগাযোগ, স্কিল ডেভেলপমেন্ট, গরীবদের নতুন ঘরে প্রবেশ করার যে প্রকল্পগুলির আজ উদ্বোধন এবং শিলান্যাস হয়েছে এগুলির জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ চালু হচ্ছে। এর সুফল এই রাজ্যের ছাত্রছাত্রীরা পাবেন। তারা এই রাজ্যে থেকেই ডাক্তার হওয়ার সুবর্ণ সুযোগ লাভ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, ২ লক্ষেরও বেশি মানুষ আজ নতুন ঘরে প্রবেশ করেছেন যাদের মালিক অধিকাংশই এই রাজ্যের মা বোনেরা। এমন অনেক মা বোন আছেন যাদের নামে প্রথম সম্পত্তি মিলেছে। তিনি এই ঘরের মালিক হওয়ার জন্য অনুষ্ঠান থেকে এই রাজ্যের মা বোনদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, গরীবদের ঘর পাওয়ার ক্ষেত্রে ত্রিপুরা দেশের অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তারা খুবই ভালো কাজ করছেন। এই রাজ্যে সব অংশের মানুষের মাথার উপর ছাদ মিলছে। বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে আসার পথে রাজ্যবাসী রাস্তার দু'ধারে দাঁড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিবেকানন্দ ময়দানে যে মানুষ সমবেত হয়েছেন তার ১০ গুণ বেশি লোক রাস্তার দু'ধারে দাঁড়িয়েছিলেন। এজন্য তিনি রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের গোল্ডেন জুবিলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আগামীদিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অষ্টলক্ষ্মী নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে ৪ বছরে ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকার দারুণ উন্নয়নমূলক কাজ করেছে। এতে আরও কিভাবে গতি বাড়ানো যায় তা নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনগুলিতে ত্রিপুরা নিয়ে দু'বারই মাত্র আলোচনা হতো। এক যখন নির্বাচন এগিয়ে আসতো তখন। এছাড়া কোনও হিংসাত্মক ঘটনা ঘটলে ত্রিপুরার নাম আলোচনায় উঠে আসতো। আজ পরিকাঠামো, যোগাযোগ, ঘর তৈরি ইত্যাদি উন্নয়নমূলক কাজের জন্য ত্রিপুরার নাম সবার আগে উঠে আসছে। এটাই হচ্ছে পরিবর্তন। তিনি বলেন, গত সাড়ে ৪ বছরে ত্রিপুরায় জাতীয় সড়কের কাজের ক্ষেত্রে দারুণ অগ্রগতি ঘটেছে। প্রচুর গ্রামীণ সড়ক মূল সড়কের সঙ্গে যুক্ত হচ্ছে। আগরতলা থেকে বাইপাস রাস্তা চালু হওয়ায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে। জীবনযাত্রা আরও সহজ হবে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের গেটওয়েতে পরিণত হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আগরতলা-আখাউড়া রেল লাইন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর আন্তর্জাতিক টার্মিনাল হওয়ায় দেশ বিদেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই বিমানবন্দরটিও একটি বড় ভূমিকা নেবে। এতে সবক্ষেত্রেই একটি লজিস্টিক হাব হিসেবে ত্রিপুরা বিকশিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার অনেক পঞ্চায়েতে অপটিক্যাল ফাইবার পৌঁছে গেছে। শুধুমাত্র ডিজিটালাইজেশন নয় পরিকাঠামোর উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। চিকিৎসার সুযোগ সুবিধা সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আয়ুষ্মান ভারত যোজনায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ৭ হাজারেরও বেশি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গঠন করা হয়েছে। এরমধ্যে শুধু ত্রিপুরাতেই ১ হাজারেরও বেশি সেন্টার স্থাপিত হয়েছে। এতে ডায়াবেটিস, ক্যান্সারের মতো বিভিন্ন রোগে আক্রান্তরা উপকৃত হচ্ছেন। আয়ুষ্মান ভারত যোজনায় ত্রিপুরার অনেক গরীব অংশের মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে শৌচাগার নির্মাণ, বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, পানীয়জল সরবরাহের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরায় এই প্রথম এতো ব্যাপক কাজ হয়েছে। রাজ্যের মানুষ ঘরের মধ্যে থেকেই পাইপলাইনে গ্যাস পাওয়ার সুবিধা ভোগ করছেন। এতে ডাবল ইঞ্জিন সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। গত ৩ বছরে ৪ লক্ষেরও বেশি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয়জল পৌঁছে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রেও রাজ্যে আগে নানা সমস্যা ছিল। এখন সব গরীবের কাছেই রেশন সামগ্রী খুব সহজেই পৌঁছে যাচ্ছে। এই সমস্ত প্রকল্পের সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছেন রাজ্যের মা বোনেরা। ইতিমধ্যেই এই রাজ্যের ১ লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনার সুবিধা পেয়েছেন। আজ বেশিরভাগ সন্তানের জন্ম হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসাকেন্দ্রগুলিতে হচ্ছে। এতে মা এবং শিশু উভয়ই উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরায় মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তা সত্যিই খুব প্রশংসনীয়। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর মহিলা স্বসহায়ক দলের সংখ্যা ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় গত কয়েক দশকে এমন দল ক্ষমতাসীন ছিল যাদের চিন্তাধারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যারা এই রাজ্যের নাগরিকদের উন্নয়নের সুবিধা থেকে অনেক দূরে রেখেছিলেন। এতে সবচেয়ে বড় লোকসান হয়েছে কৃষক সহ গরীব অংশের মানুষদের।
প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনের শাসকদের কাছে কোনও পজিটিভ এজেন্ডা নেই। ডাবল ইঞ্জিন সরকারের কাছে যেমন নীতি আছে তেমনি তাদের কাজ করার মানসিকতাও আছে। ত্রিপুরায় এখন এক্সিলেটরের প্রয়োজন। সুবিধাবাদী রাজনীতি ত্রিপুরার জনজাতিদের সবচেয়ে ক্ষতি করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতাসীন দল এই রাজনীতিতে পরিবর্তন এনেছে। এজন্যই জনজাতিরা আজ বিজেপিকে সবচেয়ে বেশি পছন্দ করছে। গুজরাটে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল জনজাতিভুক্ত ২৭টি আসনের মধ্যে ২৪টিতে জয়ী হয়েছে। এর মাধ্যমেই স্পষ্ট হচ্ছে জনজাতিরা কি চাইছেন। প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে প্রথম জনজাতিদের জন্য পৃথক মন্ত্রক এবং বাজেট করা হয়। কেন্দ্রের বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতাসীন হওয়ার পর আদিবাসীদের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তাদের জন্য নির্ধারিত বাজেট ২১ হাজার কোটি টাকা থেকে থেকে বাড়িয়ে ৮৮ হাজার কোটি টাকা করা হয়েছে। জনজাতি গৌরব দিবসের গুরুত্বও বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আজ সারা দেশে ১০টি ট্রাইবেল ফ্রিডম ফাইটার মিউজিয়াম করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরায় জনজাতিদের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জনজাতি সম্প্রদায়ের ছোট ছোট গোষ্ঠীগুলির বিকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার আনারস, বিভিন্ন সব্জি আজ বিদেশে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন এই রাজ্যের কৃষকরা। পিএম কিষাণ প্রকল্পে ত্রিপুরার কৃষকরা ইতিমধ্যেই ৫০০ কোটি টাকারও বেশি অর্থরাশি পেয়েছেন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরায় শিল্প স্থাপনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই প্রয়াসের সুফল আগামীদিনগুলিতে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।