Hare to Whatsapp

প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে আগরতলা ডেন্টাল কলেজ ও হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভার্চুয়ালি উদ্বোধন করবেন: তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ১৮, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮ ডিসেম্বর রাজ্য সফরে এসে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং আগরতলা ডেন্টাল কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এছাড়াও তিনি আরও কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করবেন। ১৭ ডিসেম্বর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রীর রাজ্য সফরের বিস্তারিত তথ্য তুলে ধরে এ সংবাদ জানান। তিনি জানান, আগামীকাল দুপুর ২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যপাল সত্যপাল দেও নারাইন আর্য, মুখ্যমন্ত্ৰী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্যসচিব,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত থাকবেন।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় সরাসরি স্বামী বিবেকানন্দ ময়দানে পৌঁছবে।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের ১ লক্ষ ৫১ হাজার ১৯টি আবাসের এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পের ৫৪ হাজার ৫২৬টি আবাসের গৃহ প্রবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এরপর তিনি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং আগরতলা ডেন্টাল কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ ময়দান থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত ৩২টি সড়কের (দৈর্ঘ্য ২৩২ কিলোমিটার) এবং ১১২টি রোড প্রজেক্টের (দের্ঘ্য ৫৪২ কিলোমিটার) ভার্চুয়ালি শিলান্যাস করবেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, দেশের প্রধানমন্ত্রীর রাজ্যে আগমনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় সারারাজ্য থেকে প্রায় ৭২ হাজার লোক আসবেন বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জনসভায় সারারাজ্য থেকে লোক নিয়ে আসার জন্য ৬০০টি বাস এবং ২৫০০টি ছোট বড় গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উত্তর ত্রিপুরা, ধলাই ও ঊনকোটি জেলার লোকেদের জন্য ২টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার লোকেদের জন্য ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে আরও জানান, প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে সফল রূপ দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দ ময়দানে নিজে উপস্থিত থেকে বিভিন্ন কাজের তদারকি করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.