Share Whatsapp

কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ১৮, : কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষকদের আয় দ্বিগুণ করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর জুমেরঢেপা পঞ্চায়েতে নলছড় কৃষি মহকুমা অফিসের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন করলে হবে না, এর মধ্যে আসবাবপত্র, কর্মচারি, প্রয়োজনীয় উপকরণ থাকতে হবে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এর অধিকাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। তাই কৃষি ক্ষেত্রকে উন্নয়ন করতে হবে। তা না হলে অর্থনৈতিক বিকাশ হবে না। কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ১৮টি ব্লকে মহকুমা কৃষি অফিস খোলা হবে। কৃষকদের সঙ্গে কৃষি দপ্তরের আধিকারিক ও কর্মচারিদের যোগাযোগের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের সুবিধার্থে কৃষকবন্ধু কেন্দ্র চালু রয়েছে। এখানে এলে কৃষকগণ আধিকারিকদের থেকে চাষের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বিক্রিরও ব্যবস্থা করছে। রাজ্যে ২ লক্ষ ৪৩ হাজার কৃষক কিষাণ সম্মান নিধি প্রকল্পে ৬ হাজার টাকা করে আর্থিক সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, মহিলা স্বশক্তিকরণ করার জন্য রাজ্য সরকার কাজ করছে। বিগত সময়ে রাজ্যে মাত্র ৪ হাজার ২০০ স্বসহায়ক দল ছিল। বর্তমান সরকার ৪৩ হাজারের বেশী মহিলা স্বসহায়ক দল গঠন করেছে। তাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ চন্দ্ৰ দাস, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.