Hare to Whatsapp
স্বচ্ছতা কর্মসূচি আজ দেশে এক জনআন্দোলনে পরিণত হয়েছে : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৭, : স্বচ্ছতা কর্মসূচি আজ দেশে এক জনআন্দোলনে পরিণত হয়েছে। মানুষ এবং সমাজকে নিয়ে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয় তা স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ ডিসেম্বর কুঞ্জবনস্থিত ভোলাগিরি আশ্রমে এক স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরকে কেন্দ্র করে আগরতলা শহরকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত স্বচ্ছতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপমুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতা কর্মসূচি গ্রহণ করার ফলে আজ দেশের গ্রাম শহর পূর্বের চাইতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেশকে মহান ও শক্তিশালী করতে স্বচ্ছতা কর্মসূচি এক অনন্য ভূমিকা নিচ্ছে। এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস, আগরতলা পুরনিগমের কর্পোরেটর সুপর্ণা দেবনাথ প্রমুখ।