আই জি এম হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ৬, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ৫ এপ্রিল আই জি এম হাসপাতালের ওপিডি এবং ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে এই সরকার সদা সচেষ্ট। বিগত দিনের আই জি এম হাসপাতালের সঙ্গে বর্তমানের অনেক ব্যবধান রয়েছে। দিন দিন এই হাসপাতাল উন্নতির দিকে এগুচ্ছে। এই হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়া সত্ত্বেও চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভালো কাজ চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হাসপাতালের স্বচ্ছতার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। রোগীর পরিজনেরা যেন স্বচ্ছ এবং পরিচ্ছন্নতার বিষয়ে মনোযোগী হয় সেই বিষয়ে সচেতন হওয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রায়শই এই হাসপাতাল পরিদর্শনে এসেছেন। ক্রমশ এর উন্নতির চিত্র লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ডেন্টাল কলেজেও পরিদর্শনকালে কলেজের কর্মীদের সময়ানুবর্তীতা এবং রোগী সম্পর্কেও অবগত হন।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আজকের এই পরিদর্শন কর্মসূচি সম্পূর্ণ আকস্মিক। আকস্মিক হওয়া সত্ত্বেও হাসপাতালে তেমন কোনও খামতি লক্ষ্য করা যায়নি। তবুও যেসব ছোট খাটো সমস্যা লক্ষ্য করা গেছে আগামীতে সেগুলির সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন...