Hare to Whatsapp
আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ডেন্টাল কলেজে প্রথম বর্ষের পঠন-পাঠন শুরু হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৬, : রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ডেন্টাল কলেজে প্রথম বর্ষের পঠন-পাঠন শুরু হবে। আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানে অন্যান্য প্রকল্পের সাথে এই ডেন্টাল কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ১৫ ডিসেম্বর রাতে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই অনুমোদনের কথা জানান।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই কলেজ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডাভিয়াকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, এটি রাজ্যের একটি স্বপ্নের প্রকল্প। সকলের প্রচেষ্টার ফলেই এই কলেজ স্থাপন সম্ভব হচ্ছে। গত ১২ ও ১৩ ডিসেম্বর ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার এক প্রতিনিধিদল রাজ্য সফর করে তাদের পর্যবেক্ষণ সম্বলিত রিপোর্ট এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে জমা দেয়। এই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রী বলেন, কলেজের প্রাথমিক পরিকাঠামো দেখে পরিদর্শনকারী দলটি সন্তোষ প্রকাশ করেন। নিট এর ফলাফলের ভিত্তিতে ৫০ আসন বিশিষ্ট এই কলেজটিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মোট আসনের মধ্যে ১৫ শতাংশ আসন কেন্দ্রীয়ভাবে পূরণ করা হবে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যে ডেন্টাল কলেজ নেই তার জন্য ৭ থেকে ৮টি আসন বরাদ্দ থাকবে। আইজিএম হাসপাতাল চত্বরে এই কলেজটি শুরু হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব জে কে সিনহা ও স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু উপস্থিত ছিলেন।